সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে দিনভর উত্তালছিলো সিলেট মহানগরী


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২১, ১২:২১ পূর্বাহ্ন /
সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে দিনভর উত্তালছিলো সিলেট মহানগরী

সিলেট প্রতিনিধিঃ

দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের মণ্ডপ-মন্দির ও বাড়িঘরে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছিলো সিলেট মহানগরী। সোমবার ১৮ অক্টোবর দিনভর সিলেটের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।

দুপুরে নগরীর চৌহাট্টা এলাকায় সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগ, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থী ও ক্যাম্পাসের ভেতরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ বিক্ষোভ কর্মসূচি পালন করে। বিকেলে সিলেট শহীদ মিনার প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ করেছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন)। এছাড়া সারা দেশে পূজামণ্ডপে হামলা, হত্যা, লুটপাট ও ভাঙচুরের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট সিলেট।

ইসকনের সমাবেশে ইসকনের শ্রীমৎ ভক্তি অদ্বৈত্য নবদ্বীপ স্বামী মহারাজ বলেন, দেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার নতুন কোনো ঘটনা নয়। রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধকালীনও এই সম্প্রদায়ের নারীদের সম্ভ্রমহানির ঘটনা ঘটেছে। তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। পিতৃপুরুষের ভিটে-মাটি থেকে তাদের উচ্ছেদ করা হয়েছে। এসব ঘটনার পুণরাবৃত্তি ঘটছে বার বার। এখন নগন্য সংখ্যক মানুষ এই দেশে বসবাস করলেও সরকার তাদের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে।

দেশের বিভিন্ন স্থানে মন্দির ও পূজামণ্ডপে হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে নবগঠিত সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগ। সোমবার বেলা আড়াইটায় চৌহাট্টা পয়েন্টে বিক্ষোভ মিছিল শেষে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল হোসেন ও মহানগর শাখার সভাপতি কিশওয়ার জাহান সৌরভ এবং জেলা সাধারণ সম্পাদক রাহেল সিরাজ এবং মহানগর সাধারণ সম্পাদক নাইম আহমদসহ ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

এ সময় বক্তারা বলেন, দেশব্যাপী মন্দির ও সনাতন ধর্মাবলম্বিদের ওপর হামলা একটি ন্যাক্কারজনক ঘটনা। কুমিল্লা, নোয়াখালী, ফেনী ও রংপুরে যে নিন্দনীয় ঘটনা বাংলাদেশ প্রত্যক্ষ করেছে, তার তীব্র নিন্দা জানাচ্ছি। বর্তমান সরকারের সুনাম নষ্ট করতে বিরোধীরা এ ধরনের ঘটনার জন্ম দিচ্ছে। তাই আমাদের সবাইকে দল-মত নির্বিশেষে সহিংসতা রুখতে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সারা দেশে পূজামণ্ডপে হামলা, হত্যা, লুটপাট ও ভাঙচুরের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সিলেটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট সিলেট। সোমবার দুপুর ১২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের পর শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়।

ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) সিলেট জেলার সভাপতি ও বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার সমন্বয়ক সিরাজ আহমদের সভাপতিত্বে ও সিপিবি নেতা মো. নাবিল এইচের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেট জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার আহ্বায়ক উজ্জ্বল রায়, বাসদ সিলেট জেলার সমন্বয়ক আবু জাফর, আইনজীবী সমিতির সাবেক যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন রশিদ সোয়েব, ছাত্র ফ্রন্ট নগর শাখার সভাপতি সঞ্জয় কান্ত দাস ও ছাত্র ইউনিয়ন সিলেট মহানগরের কোষাধ্যক্ষ মোহাইমিনুল ইসলাম মাহিন।

সমাবেশে বক্তারা বলেন, শারদীয় দুর্গাপূজায় সারাদেশে যে তাণ্ডব হয়েছে তাতে আমরা হতভম্ব। পরিকল্পিতভাবে একের পর এক পূজামণ্ডপ, মন্দির, হিন্দু ধর্মালম্বীদের বাড়ি-ঘরে হামলা করা হয়েছে। কুমিল্লার ঘটনার পর পর সরকার যদি সঠিক পদক্ষেপ নিত, তাহলে সারা দেশে এমন তাণ্ডব চালানো সম্ভব হতো না।

এ সময় বক্তারা অবিলম্বে কুমিল্লা, নোয়াখালী, চট্রগ্রাম, চাঁদপুর, রংপুর, সিলেটসহ সারা দেশে পূজামণ্ডপে হামলা, হত্যা, লুটপাট ও ভাঙচুরের সঙ্গে জড়িত ও উস্কানিদাতাদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।