সিলেট প্রতিনিধিঃ
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট মহানগর শাখার মাসিক সভা ও নবগঠিত কমিটির কার্ড ও সার্টিফিকেট বিতরন অনুষ্ঠান ১৬ অক্টোবর শনিবার সন্ধ্যায় সিলেট মহানগরীর একটি অভিজাত রেষ্টুরেন্ট এ অনুষ্ঠিত হয়।
আরো দেখুনঃ দ্য সিলেট পোস্ট এবং আমাদের বর্তমান
সংগঠনের সহ-সভাপতি এডভোকেট আলাউদ্দিন’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তপন চন্দ্র পালের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর আন্তর্জাতিক বিষয়ক প্রতিনিধি বিশিষ্ট ব্যবসায়ি আবু সালেহ ইয়াহিয়া, সংগঠনের সহ সভাপতি এড. জয়শ্রী দাস জয়া, সহ সভাপতি ডাঃ আওলাদ হুসেন, সহ সভাপতি নিধি প্রকাশনার পরিচালক, প্রভাষক মিহির মোহন দাস, সহ সভাপতি অকিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও লেখক গবেষক হিমাংশু রায় হিমেল, সহ সভাপতি কবি ও লেখক অমিতা বর্ধন, সহ সভাপতি বিশিষ্ট নাট্যকার হিরা মোহন রায়, সহ সভাপতি আলহাজ্ব সালেহ আহমদ, সহ সভাপতি সোলেমান মিয়া, সাধারণ সম্পাদক এসপি টি হাউজ ও রংধনু ফ্যাশন এর পরিচালক, প্রকৃতি ডেইরী ফার্ম সহ একাধিক প্রতিষ্ঠানের কর্ণ ধার, প্রভাষক তপন চন্দ্র পাল,যুগ্ন সাধারণ সম্পাদক প্রভাষক স্বপন মিয়া, মোঃ রাসেল আহমদ, দপ্তর সম্পাদক আশরাফ হোসাইন সাজু,প্রচার ও প্রকাশনা সম্পাদক কাওছার আহমদ,সহ প্রচার সম্পাদক সাংবাদিক আব্দুল হান্নান, সমাজ কল্যান সম্পাদক, মুজাম্মেল হক, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক, আলী মুছান্না চৌধুরী, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক, আরিফ আহমদ আসিফ। নির্বাহী সদস্য, আতাহার ফুয়াদ চৌধুরী। সদস্য পারভেজ আহমদ।
আরো খবরঃ বাংলাদেশ থেকে ৪০ হাজার শ্রমিক নেবে রোমানিয়া
অনুষ্ঠানে বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ঠকারি, স্বার্থান্বেষী, কুচক্রী মহলের ইন্ধনে কোর’আন অবমাননা, সম্প্রতি সাম্প্রদায়িক দাঙ্গায় মন্দির ও মুর্তি ভাঙ্গা, সংখ্যা লঘু সম্প্রদায়ের উপর হামলা ও কয়েকজন নিহত হওয়া, নাবালিকা শিশু ধর্ষিত হওয়া সহ সমস্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। দায়ীদের গ্রেফতার ও দ্রুত শাস্তির বিধান সুনিশ্চিত করতে সরকারের প্রতি তাঁরা উদাত্ত আহব্বান জানিয়েছেন।
মন্তব্য করুন