শাহজালাল বিশ্ববিদ্যালয়ে করোনার টিকাদান শুরু


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : অক্টোবর ১৬, ২০২১, ৯:৪৪ অপরাহ্ন / ০ Views
শাহজালাল বিশ্ববিদ্যালয়ে করোনার টিকাদান শুরু

দ্য সিলেট পোস্ট ডেস্ক |

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে করোনার টিকাদান কর্মসূচি। প্রথম দিন ৩০০ শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে বলে জানানো হয়েছে।

শনিবার (১৬ অক্টোবর) শাহজালাল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

উদ্বোধনের পরপরই স্নাতকোত্তরের শিক্ষার্থীদের টিকা দেওয়া হয়। এ সময় চিকিৎসা কেন্দ্রের প্রধান অধ্যাপক ড. মো. কবির হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

২৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দেওয়া হবে। নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে ক্লাস শুরু হওয়ার আগে সব শিক্ষার্থীকে টিকার আওতায় আনার জন্য এই টিকাদান কর্মসূচি চালু করা হয়েছে বলে জানান উপাচার্য। শিক্ষার্থীরা নির্বিঘ্নে টিকাগ্রহণ করতে পেরে খুশি।