সিলেটের মসজিদে মসজিদে শান্তি-সম্প্রীতির জন্য দোয়া


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : অক্টোবর ১৫, ২০২১, ১১:০২ অপরাহ্ন /
সিলেটের মসজিদে মসজিদে শান্তি-সম্প্রীতির জন্য দোয়া

সিলেট প্রতিনিধিঃ

দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও শান্তির জন্য বিশ্বপ্রভূ মহান আল্লাহতায়ালার কাছে প্রার্থনা করেছেন মুসল্লিরা। ১৫ অক্টোবর শুক্রবার সিলেট মহানগরীর বিভিন্ন মসজিদে জুমার খুতবায় ও নামাজ শেষে মোনাজাতে দেশে সম্প্রীতি ও শান্তি কামনা করা হয়েছে।

সিলেট মহানগরীর বিভিন্ন মসজিদে জুমার নামাজের খুতবায় বিশ্ব শান্তি ও ধর্মে-ধর্মে সম্প্রীতি রক্ষার জন্য খুতবায় মোনাজাত করা হয়। অনেক মসজিদে আসন্ন পবিত্র ঈদে মিলাদুন্নবী(স:) উপলক্ষে মহানবী হযরত মুহাম্মদ স: এর জীবনদর্শনের ওপরও আলোচনা হয়েছে।

মহানগরীর দরগাহ জামে মসজিদে বলা হয়, বিশ্ব শান্তির প্রতীক হচ্ছেন হযরত মুহাম্মদ (সা.)। মহান আল্লাহ তায়ালা মহানবীকে বিশ্ব শান্তির জন্য পাঠিয়েছেন। ইসলামের শান্তির বারতা, মহানবীর জীবনদর্শনসহ নানা বিষয়ে খুতবায় আলোচনা করা হয়েছে। মোনাজাতে সৃষ্টিকর্তার কাছে দেশে সম্প্রীতি ও শান্তির জন্য সাহায্য প্রার্থনা করা হয়েছে।’
কুদরত উল্লাহ জামে মসজিদ, কালেক্টরেট জামে মসজিদসহ অন্যান্য মসজিদেও ইসলামের শান্তির দিক তুলে ধরে মুসুল্লিদের উদ্বুদ্ধ করেন ইমামগণ। এছাড়া, নগরীর জল্লারপার, জিন্দাবাজার, কাজি ইলিয়াস, লামাবাজার, পাঠানটুলাসহ বেশ কিছু মসজিদের মুসুল্লিরাও জানিয়েছেন, খতিবগণ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে শান্তির পক্ষে মুসুল্লিদের সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন।