সিলেটে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে : আরিফুল হক চৌধুরী


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : অক্টোবর ১৫, ২০২১, ১২:২০ পূর্বাহ্ন /
সিলেটে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে : আরিফুল হক চৌধুরী

সিলেট প্রতিনিধিঃ
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেট অঞ্চলে নানাজাতি ধর্মের মানুষের একত্র বসবাসের ঐতিহ্য বহুকালের। এ ধারা অব্যাহত রাখতে সবাই একযোগে কাজ করতে হবে। সকলের প্রচেষ্টায় ধর্মীয় সম্প্রীতির নগর সিলেটে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বজায় রাখতে হবে। ১৪ অক্টোবর বৃহস্পতিবার শারদীয় দুর্গাপূজায় নগরের রামকৃষ্ণ মিশনসহ বিভিন্ন পূজামন্ডুপ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজার আয়োজন নির্বিঘ্ন করতে সিসিকের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা অব্যাহত রয়েছে বলেও জানান সিসিক মেয়র।