নূরুজ্জামান ফারুকী, হবিগঞ্জ।
নবীগঞ্জে নকল বিড়ি উৎপাদন ও বিক্রি করার দায়ে ৩ ব্যক্তিকে ৭ হাজার টাকা জরিমানা দেন ভ্রাম্যমাণ আদালত।গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন গতকাল মঙ্গলবার দুপুরে মোবাইল কোর্টের মাধ্যমে উপজেলার সদর ইউনিয়নের গুজখাইর বাজারে গ্রামের ৩ ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫০ ধারার অপরাধে ৭ হাজার টাকা অর্থদন্ড ও নকল বিড়ি জব্দ করা হয়।এ সময় আইনশৃঙ্খলা ও প্রসিকিউশন সহায়তা প্রদান করেন নবীগঞ্জ থানার এস আই বিজয়সহ একদল পুলিশ।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন জানান, নবীগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে এসব অবৈধ বিড়ি বন্ধে আরও কঠোর হবে উপজেলা প্রশাসন।
মন্তব্য করুন