সিলেট প্রতিনিধিঃ
গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ সিলেট জেলা শাখা।
মঙ্গলবার ১২ অক্টোবর বিকাল ৪টায় সিলেট ক্বীন ব্রিজ পয়েন্টে জমায়েত হয়ে বিক্ষোভ মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে সুরমা পয়েন্টে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
রমজান আলীর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহীন আলমের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন- করোনা মহামারীর মধ্যে সরকারের দায়িত্ব হলো দ্রব্যমূল্যের ভর্তুকি প্রদান করা, কিন্তু তা না করে দফায় দফায় চাল, ডাল, তেল, পেঁয়াজ, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম লাগামহীনভাবে বাড়িয়ে যাচ্ছে। তার সাথে পাল্লা দিয়ে গ্যাসের দাম বৃদ্ধি করেছে কয়েক দফা। ১২ লিটার সিলিন্ডারের দাম বাড়িয়েছে প্রায় ২৫০ টাকারও বেশি। এছাড়া কৃষি মৌসুম শুরু হওয়ার পূর্বেই সার, ডিজেলের দামও অনিশ্চয়তার দিকে যাচ্ছে।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মো. ছাদেক মিয়া, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট শহর পূর্বাঞ্চল কমিটির সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেন, জাতীয় ছাত্রদল সিলেট জেলার অন্যতম নেতা শুভ আজাদ, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আনছার আলী, দপ্তর সম্পাদক মো. বদরুল আজাদ, আম্বরখানা আঞ্চলিক কমিটির সভাপতি রাশেদ খান ভূইয়া, সদস্য আফজাল হোসেন, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি সিলেট সদর উপজেলা কমিটির অন্যতম নেতা এবং ভূমিহীন নেতা খালেদ আহমদ প্রমুখ।
মন্তব্য করুন