খাদেমুল ইসলাম, তেতুলিয়া থেকেঃ পঞ্চগড় জেলা তেতুলিয়া উপজেলার ব্যবসায়ীরা বলছেন, এ তেতুলিয়া উপজেলা গ্রাম গঞ্জে অঞ্চলে দেশি কাচা মরিচসহ পেঁয়াজের ফলন ভালো হয়েছে। দোকানিদের কাছেও রয়েছে প্রচুর পেঁয়াজ। কিন্তু তারপরও দাম বৃদ্ধি করছে একটি অসাধু সিন্ডিকেট। যাদের হাতে জিম্মি হয়ে পড়েছেন অসহায় ক্রেতারা।শালবাহান হাট, রনচন্ডি, চৌরাস্তা সদর লিপ্টন হাটে মালেক বাশসা জানান, হঠাৎ দাম বেড়েছে , কয়েকদিন ধরে কাচা মরিচ ও পেঁয়াজের বাজার ওঠানামা করছে। গত রবিবার বাজার থেকে ৫০ টাকা দরে পাইকারিতে পেঁয়াজ বিক্রি হয়েছে। অথচ আজ তাকে ৬০-৭০ টাকা দরে বিক্রি করতে হচ্ছে।
এ রনচন্ডি বাজার কাচামালের নুর হোসেন, ও মো. মোস্তফা জানান, ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে গত দেড় মাস। এরপরও দামে তেমন প্রভাব পড়েনি। দেশে এবার পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে। কৃষকরা নিত্যপ্রয়োজনীয় এ পণ্যটি গুদামজাত করে রাখছে। এ কারণে মোকামগুলোতে তেমন পেঁয়াজ পাওয়া যাচ্ছে না। যা পাওয়া যায় তা দেশের সর্বত্র ভাগবাটোয়ারা হয়ে যাচ্ছে। গত তিনদিন আগে বাজারে পেঁয়াজের ঘাটতি দেখা দিয়েছিল। এজন্য দাম চড়া ছিল।
তিরনই কাঁচাবাজারের ব্যবসায়ী শাহিন জানান, তিনদিন বাজার চড়া। ট্রাক টার্মিনাল থেকে তাকে চড়া দরে পেঁয়াজ কিনতে হচ্ছে। তার দোকানে প্রতি কেজি পেঁয়াজ ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এই বাজারের অপর ব্যবসায়ী শালবাহানে বারেক জানান, পেঁয়াজ কিনতে এখন ভয় করছে, দাম বাড়ছে বলে ক্রেতার সংখ্যা কমে গেছে। বেশি দামে পেঁয়াজ কিনে ধরা না খাই! সিপাইপাড়া পাড়া এলাকার বলেন, এ বছর পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে, বাজারে সরবরাহ পরিস্থিতিও ভালো। তারপরও দাম বৃদ্ধির কারণে তিনি হতাশ। ব্যবসায়ীরা পেঁয়াজ গুদামজাত করে বাজারকে অস্থির করতে চায় বলে তার অভিযোগ।
মন্তব্য করুন