সিলেট প্রতিনিধিঃ সিলেট ও চট্টগ্রাম থেকে একই সাথে মধ্যপ্রাচ্যের দুবাইয়ে ফ্লাইট যাবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
আজ শনিবার ৯ অক্টোবর বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।
সিলেট জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় উপস্থিত হয়েছিলেন প্রবাসী কল্য্যাণমন্ত্রী । সভা শেষে তিনি গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন।
এসময় মধ্যপ্রাচ্যের দুবাইয়ে সিলেট থেকে সরাসরি বিমান চলাচলের ব্যাপারে তিনি বলেন, সিলেট থেকে দুবাইয়ে সরাসরি কোন ফ্লাইট নেই। তাছাড়া সিলেটের তুলনায় চট্টগ্রামের প্যাসেঞ্জার বেশী। তাই আগে সেখান থেকে সরাসরি ফ্লাইট চালু হবে। এরপর হবে সিলেট থেকে।
তবে যাতে একসাথেই সিলেট-চট্ট্রগাম থেকে সরাসরি ফ্লাইট চালু হয় সে ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সাথে কথা বলারও আশ্বাস দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদ এমপি।
মন্তব্য করুন