সিলেট প্রতিনিধিঃ তরুন গল্পকার রিমা বেগম পপি একজন সম্ভাবনাময় লেখক ছিলেন। ব্যক্তিগত জীবনে অত্যন্ত বিনয়ী ও প্রাণবন্ত সাহিত্যকর্মী রিমার অভাব সহজে পূরণ হবার নয়।
৭ অক্টোবর বৃহস্পতিবার কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে দুর্ঘটনায় নিহত গল্পকার রিমা বেগম পপিকে নিবেদিত ১০৮৭তম সাপ্তাহিক সাহিত্য আসরে বক্তারা একথাগুলো বলেন। কেমুসাসের সাহিত্য ও গবেষণা সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত সাহিত্য আসরে বক্তব্য রাখেন আল ইসলাহ সম্পাদক গল্পকার সেলিম আউয়াল, সাবেক সাহিত্য সম্পাদক ও বর্তমান কার্যকরি পরিষদ সদস্য এডভোকেট কবি আব্দুল মুকিত অপি, কেমুসাসের সহ পাঠাগার সম্পাদক কবি ইসমত হানিফা চৌধুরী, ভ্রমণ কাহিনী লেখক মোয়াজ আফসার, কবি ইশরাক জাহান জেলি, ছড়াকার এখলাছুর রহমান ও গল্পকার মিনহাজ ফয়সল।
পঠিত লেখার উপর মুখ্য আলোচকের বক্তব্য রাখেন সাহিত্য সমালোচক কবি বাছিত ইবনে হাবীব। আসরে লেখা পাঠে অংশ নেন সিরাজুল হক, মিদহাদ আহমদ, জেনারুল ইসলাম, ছালিক আমিন, মুক্তার আহমদ, কামাল আহমদ, ফতহুল করিম হাসান, আতাউর রহমান বঙ্গী, মোঃ সাজিদুর রহমান, ছয়ফুল আলম পারুল, কুবাদ বখত চৌধুরী রুবেল, জাবের আহমদ সার্জন, সামছুদ্দোহা ফজল সিদ্দীকি, লুৎফা আহমদ লিলি, যায়েদ রহমান, শাহিনা জালালী, সৈয়দ কামরুল হাসান, মোহাম্মদ ওয়ালিউল্লাহ প্রমুখ। নাঈমুল ইসলাম গুলজারের উপস্থাপনায় আসরের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ তানজির আহমদ।
আপনার মতামত লিখুন :