সিলেটে একই মঞ্চে বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী ও খন্দকার আব্দুল মুক্তাদির


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : অক্টোবর ৮, ২০২১, ১১:৩১ অপরাহ্ন /
সিলেটে একই মঞ্চে বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী ও খন্দকার আব্দুল মুক্তাদির

সিলেট প্রতিনিধিঃ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নীরবের সিলেটে আগমন উপলক্ষে স্থানীয় যুবদল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৮ অক্টোবর সিলেট মহা নগরীর একটি রেস্টুরেন্টের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

এই সভায় একই মঞ্চে দেখা গেছে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দাকার আব্দুল মুক্তাদিরকে।

সিলেট মহানগর যুবদলের আহ্বায়ক নজিবুর রহমান নজিবের সভাপতিত্বে ও জেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলুর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন খন্দকার আব্দুল মুক্তাদির। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবদল সভাপতি সাইফুল আলম নীরব। বিশেষ অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

কেন্দ্রীয় সভাপতির সিলেট আগমন উপলক্ষ্যে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় কেন্দ্রীয় সভাপতিসহ অতিথিবৃন্দ সিলেট বিএনপিকে ঐক্যবদ্ধ করতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি আগামী দিনের আন্দোলন সংগ্রামে সবাইকে মাঠে থেকে দেশনেত্রীকে মুক্ত করে হারানো গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছেন।