সিলেট প্রতিনিধিঃ সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় হাসপাতাল এলাকায় দীর্ঘদিন ধরে গড়ে তোলা অবৈধ পার্কিং এবং অ্যাম্বুলেন্স স্ট্যান্ড উচ্ছেদ করা হয়।
আজ ৭ই অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন।
জানা গেছে, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রবেশপথের ঠিক ডানপাশে দীর্ঘদিন ধরে অবৈধ পার্কিং গড়ে তোলা হয়েছিল। এ পার্কিং ঘিরে প্রতিদিন হাজার হাজার টাকা লুটে নিচ্ছিল একটি চক্র। এছাড়াও হাসপাতাল এলাকায় অবৈধ অ্যাম্বুলেন্স স্ট্যান্ড নিত্যদিনকার সমস্যা। হাসপাতালে আসা রোগীদের ভাগিয়ে নিতে চলে এসব অ্যাম্বুলেন্সের সাথে জড়িতদের অপতৎপরতা।
অবৈধ পার্কিং ও স্ট্যান্ড উচ্ছেদের দাবি ছিল দীর্ঘদিনের। অবশেষে আজ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে অভিযানে নামে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে একটি বুলডোজার দিয়ে অবৈধ পার্কিং গুড়িয়ে দেওয়া হয়। একইসাথে অবৈধ অ্যাম্বুলেন্স স্ট্যান্ডও উচ্ছেদ করা হয়। এ সময় নির্দেশনা না মানায় একটি সিএনজি অটোরিকসাও জব্দ করা হয়।
মন্তব্য করুন