।। সৈয়দ উবায়দুর রহমান
শরিফ।।
জন্মঃ- ১৯৪৬ সালে, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পতন উষার গ্রামে (নোয়াগাও বড়বাড়ীতে)।
পিতা- আব্দুন নুর চৌধুরী (মাস্টার) ও মাতা-আশরাফুন নেছা খাতুনের (গৃহিনী) দুই পুত্র ও দুই কন্যাসন্তানের মাঝে ইজ্জাদুর রহমান চৌধুরীর অবস্থান তৃতীয়।
ইশরাত জাহান চৌধুরী (কানাডায় স্বপরিবারে বাসিন্দা),ও ইকবাল বাহার চৌধুরী টিটু এ দুই সন্তানের জনক ইজ্জাদুর রহমান চৌধুরীর কৈশোরকাল কেটেছে নানাবাড়ি কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের পাইকপাড়ায়। ছাত্রজীবন থেকেই অত্যান্ত সততার অধিকারী, নির্মোহ, পরিশ্রমী ও মেধাবি হিসেবে নিজকে আত্মপ্রকাশ করেন।
তিনি কুলাউড়া উপজেলার সুপ্রাচীন মাধ্যমিক বিদ্যাপীঠ কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে অষ্টম শ্রেনীতে সরকারী মেধা বৃত্তি লাভ করেন এবং কৃতিত্বের সাথে এ বিদ্যালয় থেকে প্রবেশিকা পাস করেন।
এর পর জেলা সদরে অবস্থিত মৌলভীবাজার সরকারী কলেজ থেকে তিনি কৃতিত্বের সাথে এইচ,এস,সি পাস করে উচ্চশিক্ষালাভের জন্য রাজধানী শহরে চলেযান এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি (মাস্টার্স) পাসে করেন।
তিনি ঢাকা সিটি ‘ল’ কলেজ থেকে এল.এল.বি পাস করে ১৯৭৭ সালে ঢাকা জজ কোর্টে দেওয়ানি ও ফৌজদারী আদালালতের একজন স্বনামধন্য এডভোকেট হিসেবে আইন পেশায় যোগদান করেন এবং ১৯৮৩ সাল পর্যন্ত একই আদালতে কর্মরত ছিলেন ।
১৯৮৩ সালের শেষ দিকে প্রিয় স্বজনদের টানে চলে আসেন নিজ এলাকা কমলগঞ্জ উপজেলা আদালতে এবং জুন ১৯৯১ সালে শেষ নিঃশ্বাস ত্যাগের পূর্ব পর্যন্ত দেওয়ানি ও ফৌজদারি আদালতের একজন স্বনামধন্য ও সুখ্যাতিসম্পন্ন আইনজীবি হিসেবে ঐ আদালতে তিনি নিজেকে নিয়োজিত রাখেন।
ব্যক্তি হিসেবে তিনি ছিলেন অত্যন্ত অমায়িক, অনেক অসহায়ের সহায়।
বিনে পয়সায় বা নামমাত্র পারিশ্রমিকে অনেক মানুষের মামলা মোকদ্দমা চালিয়ে গেছেন তিনি যা বর্তমান সমাজের জন্য বিরল দৃষ্টান্ত।
প্রচার ও রাজনীতি বিমুখ, এমন মহত্ মানুষকে নিয়ে আজকালকার মিডিয়াজগতের কারোরই কোন আলোচনা নেই বললে চলে। সুধীমহল, সুশীলদের কেউই তেমন ভাবতে দেখাযায়না নিরবে নিবৃতে চলেযাওয় এমন আলোকিত মহৎপ্রাণ ব্যক্তিত্বকে নিয়ে।
তিনি জুন, ১৯৯১ সালে শমশের নগরস্থ বাসভবনে ইন্তেকাল করেন এবং শিংরাউলি কবরস্থানে তাঁকে সমাধিস্থ করা হয়।
চলনে বলনে সাধামাঠা, সদা হাস্যোজ্জল, পরোপকারী আর নিরহংকারী এই ব্যক্তিত্ব ছিলেন সমগ্র পতন উষার তথা কমলগঞ্জবাসীর গর্ব।
আমি তাঁর আত্মার চিরো শান্তি কামনা করি ।
…………………………..
সৈয়দ উবায়দুর রহমান শরিফঃ প্রাবন্ধিক, লেখক, ছড়াকার, সিলেট প্রতিনিধি- দ্য সিলেট পোস্ট।
মন্তব্য করুন