কুলাউড়া প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কমলগঞ্জের ৭নং আদমপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে চান হাজী মো. জয়নাল আবেদীন। রাজনীতির পাশাপাশি করোনাকালীন সময়েও স্বাস্থ্যবিধি মেনে তিনি বিভিন্ন রকম সামাজিক কর্মকান্ড নিয়ে নির্বাচনী মাঠে সরব ছিলেন। উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ইউনিয়নে গণসংযোগ করছেন তিনি।
জয়নাল আবেদীন বলেন- ‘আমার পিতা একজন আওয়ামী লীগের সক্রিয় সদস্য ছিলেন। সারাজীবন তিনি বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করেছেন। সুখে-দুঃখে তিনি এলাকার মানুষের পাশে থাকতেন। পিতার সেই আদর্শকে বুকে ধারণ করে আমিও আদমপুরবাসীর সেবা করতে চাই। এজন্য আওয়ামীলীগের একজন কর্মী হিসেবে মানুষের কাজ করে আসছি। মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সচেতনতামূলক প্রচারণাসহ বিভিন্ন সমাজসেবামূলক কাজ করেছি। দল আমাকে নৌকা প্রতীক দিলে আমি বিপুল ভোটে নির্বাচিত হব। আদমপুরকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব।’ খোঁজ নিয়ে জানা যায়, আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হাজী জয়নাল আবেদীন এলাকার সাধারণ মানুষদের দীর্ঘদিন ধরে সাহায্য সহযোগিতা করে আসছেন। করোনাকালেও অনেক পরিবারকে সহযোগিতা করেছেন তিনি। আদমপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য ও মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য হাজী জয়নাল আবেদীন জানান- আমি বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করে আসছি। চেয়ারম্যান পদে নৌকার মনোনয়নপ্রত্যাশী হিসেবে গণসংযোগ, পথসভা, উঠোন বৈঠক
ও মতবিনিময় সভা করে যাচ্ছি। করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে মানুষের পাশে দাঁড়িয়েছি। তিনি আরো বলেন- আগামী নির্বাচনে নৌকা প্রতীক পেলে অবশ্যই বিজয়ী হব।
এদিকে স্থানীয় ভোটারদের দাবী- আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আদমপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে কোন স্বাধীনতা বিরোধী ও যুদ্ধাপরাধীর সন্তানকে যেন আওয়ামীলীগের দলীয় প্রতীক নৌকা না দেওয়া হয়। স্থানীয়রা বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে দেশরত্ন শেখ হাসিনার কাছে আওয়ামী ঘরানার সদস্য হাজী জয়নাল আবেদীনকে নৌকার মাঝি হিসেবে দলীয় মনোনয়ন দেওয়ার জোর দাবী জানান।
মন্তব্য করুন