তালায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৮, ২০২১, ১১:৫৮ অপরাহ্ন /
তালায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত
সুমন কর্মকার(তালা) সাতক্ষীরাঃ  সাতক্ষীরার তালায় আ’লীগ সভানেত্রী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালিত হয়েছে।
মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ তালা উপজেলা কার্যালয়ে উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের উদ্দ্যোগে তালা মহিলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার।
উপজেলা আ’লীগের সাবেক প্রচার সম্পাদক শাহীনুর রহমান খাঁ’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আ’লীগ সদস্য, তালা উপজেলা আ’লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন।
বক্তব্য রাখেন, মাগুরা ইউনিয়ন আ’লীগ সভাপতি ও নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গনেশ চন্দ্র দেবনাথ, সাবেক যুগ্ম সম্পাদক গোলাম মস্তোফা পাড়, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাদি, উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ও নবনির্বাচিত ইউপি সদস্য সরদার ইয়াছিন, শেখ জাহাঙ্গীর হোসেন, সেলিম হোসেন। উপস্থিত ছিলেন, বিশিষ্ট আ’লীগ নেতা কাজী মোমিনুল বারী চাণ্টু, সৈয়দ মিজান, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ সভাপতি সৈয়দ ইলিয়াস, সম্পাদক সরদার জাহিদ হোসেন, মোঃ কুদ্দুস হোসেন, মীর লাবু, সাংবাদিক রফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠান পরিচালনা শেষে কেক কাঁটা হয়।