সিলেট প্রতিনিধিঃ সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘করোনা মহামারি পরিস্থিতি দেশের সামগ্রিক কার্যক্রমে স্থবিরতা ডেকে এনেছিল। তখন জীবনের ঝুঁকি নিয়ে দেশের নাগরিকদের সেবা দিয়েছেন চিকিৎসক, নার্স, প্রশাসনিক কর্মকর্তা, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী, সংবাদকর্মী ও স্বেচ্ছাসেবকরা। তাদের অবদান অতুলনীয়। এ সব ফ্রন্টলাইনারদের সম্মাননা দিয়ে উৎসাহিত করছে ফটো জার্নালিস্ট এসোসিয়েশন। এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।’
তিনি গতকাল ২৭সেপ্টেম্বর সোমবার নগর ভবনে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি আয়োজিত কোভিড ফ্রন্টলাইনার সম্মাননা অনুষ্ঠানে এসব কথা বলেন।
ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলামকেও সম্মাননা প্রদান করা হয়। ভবিষ্যতে আরও বেশ কয়েকজন ফ্রন্টলাইনারকে এ সম্মাননা দেওয়া হবে বলে মত ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
উক্ত অনুষ্ঠানে এসময় আরোও উপস্থিত ছিলেন- বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বি, সিনিয়র সহ-সভাপতি দুলাল হোসেন, সহ-সভাপতি ইউসুফ আলী, সহ-সাধারণ সম্পাদক শেখ আব্দুল মজিদ, কোষাধ্যক্ষ শাহিন আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এস.এম সুজন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আবু বক্কর, সদস্য মামুন হাসান, আব্দুল বাতিন ফয়সল, শংকর দাশ, মাহমুদ হোসেন প্রমুখ।
মন্তব্য করুন