মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেসরকারী উন্নয়ন সংস্থা ‘আইডিয়া’র ওয়ার্শ প্রজেক্ট নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত শ্রীমঙ্গল প্রেসক্লাব হলরুমে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী এর সভাপতিত্বে সভায় ‘আইডিয়া’র প্রজেক্ট ম্যানেজার পংকজ ঘোষ দস্তিদার আইডিয়া’র কার্যক্রম সম্পর্কে পাওয়ার প্রজেক্টারের মাধ্যমে বিস্তারিত উপস্থাপন করেন। পংকজ ঘোষ দস্তিদার বলেন, তারা উপজেলার রাজঘাট, কালিঘাট ও সাতগাঁও ৩টি ইউনিয়নের রাজঘাটের রাজঘাট চা বাগান, সাতগাঁওয়ের হুগলিছড়া ও কালিঘাট এর লাখাইছড়া বাগানের ১ হাজার ২০ জন স্কুল ছাত্রীদের ট্রেনিংসহ প্রতিজনে ১০টি ন্যাপকিন,ওয়াশ পাউডার, ১টি সাবান, ১টি মাস্ক, ১টি ঝুঁড়ি ও নগদ ৬শ টাকা করে দিচ্ছেন। এছাড়াও এ কর্মসূচির পূর্বে আরও কয়েকটি চা বাগানে চা শ্রমিকদের খোলা জায়গায় মলমূত্র ত্যাগ না করা বিষয়ে সচেতনতা সৃষ্টি ও শতাধিক স্বাস্থ্য সম্মত স্যানিটারী ল্যাট্রিন স্থাপন,আর্সেনিক মুক্ত ও সুপেয় পানি সরবরাহে ডিপটিউবওয়েল স্থাপন,চা বাগানের ছেলে-মেয়েদের মধ্যে শিক্ষার প্রসার,মেয়েদের মাসিকের সময় বেসিক ব্যবস্থার পরিবর্তে সুলভ মূল্যে স্যানিটারী প্যাড সরবরাহ করা হয়েছে। তিনি এসময় আরও বলেন,এসব স্বাস্থ্য সচেতনতার উপকরণ বিতরণ চা বাগানের মালিক পক্ষদের নিকট থেকে তেমন সহযোগিতা পাননি বলে জানান।
এছাড়াও উল্লেখীত ৩টি এলাকায় এক জরিপে দেখা যায় অর্ধেকেরও বেশী লোকজন (চা শ্রমিক পরিবার) এখনো ল্যাট্রিন ব্যবহার করেনা। তারা এখনো চা বাড়ী (চা বাগান) গিয়ে মল ত্যাগ করে। তারা সরকার ও বাগান কর্তৃপক্ষেকে এব্যাপারে বিশেষ নজর দেওয়ার অনুরোধ করেন।
এসময় আইডিয়া’র প্রজেক্ট অফিসার (এ্যাডভোকেসি) বিশ^জিৎ দেব রায়, প্রজেক্ট অফিসার (হাইজিন প্রমোশন) মুমতাহিনা ও টেকনিক্যাল অফিসার (মনিটরিং এন্ড এভালিউশন) মৃনাল কান্তি দাশসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে বিকালে একই ভেনুতে একই বিষয়ে সংশ্লিষ্ট বিভিন্ন সরকারী-বেসকারী সেবা প্রদানকারী কর্মকর্তা ও কর্মচারীদের সাথে আরেকটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা প্রকৌশলী মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেরার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিতালী দত্ত। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: জাফর আল সাদেক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন, স্বাস্থ্য পরিদর্শক মোঃ মাহবুব আলম। এসময় উপস্থিত ছিলেন সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা. কর্মচারী ও চা বাগান থেকে আগত সদস্যরা।
মন্তব্য করুন