সুসময়ে বন্ধু হয়ে
আসে কতজন ।
হেসে হেসে কায়ক্লেশে
মেটায় প্রয়োজন।
মিছে আশায় -ভালোবাসায়
দেখায় কত ঢং!
অসময়ে বিরূপ হয়ে
পাল্টে ফেলে রং!
বুঝে দুর্যোগ খুঁজে সুযোগ
ঘাপটি মেরে রয়!
ধান্দাবাজি করতে রাজি
দেখিয়ে নয় ছয়।
উপকারের নামটি ধরে
আখের গোছায় খুব!
স্বার্থ শেষে চোরের বেশে
দেয় অজান্তে ডুব!
নয় পরার্থে, আপন স্বার্থে
সদাই ডুবে রয়!
এমন লোককে প্রবাদ বাক্যে
দুধের মাছি কয়।।
মন্তব্য করুন