সিলেট নগরীর মজুমদারি এলাকায় একসাথে দুই বোনের আত্মহত্যা


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : সেপ্টেম্বর ২১, ২০২১, ১১:২০ অপরাহ্ন /
সিলেট নগরীর মজুমদারি এলাকায় একসাথে দুই বোনের আত্মহত্যা

সিলেট প্রতিনিধিঃ সিলেট নগরীর আম্বরখানার মজুমধারী এলাকায় একসাথে দুই বোনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। নগরীর মজুমধারী ৩১ নম্বর বাসায় গতকাল ২০সেপ্টেম্বর রাতের কোন এক সময় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। নিহত দুই বোন ওই এলাকার মৃত কলিম উল্লাহ মেয়ে।
নবম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করা একজনের নাম রানী। অপর জন সদ্য মাস্টার্স শেষ করা ছোট বোন কলি। স্থানীয় কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদীর ভাষ্যমতে, পরিবারটিতে প্রায়ই কলহ লেগে থাকতো, তবে কী কারণে এই জোড়া আত্মহত্যার ঘটনা ঘটেছে তা এই রিপোর্ট লেখা পর্যন্ত সঠিক তথ্য জানা যায়নি। তবে, স্থানীয় সুত্রের মতে, পারিবারিক কলহের জের ধরে এই আত্মহত্যার ঘটনাটি ঘটতে পারে।