ব্যক্তিগত গাড়িতে ও মোটরসাইকেলে শাবিপ্রবি’র লগো ব্যবহারে নিবন্ধন লাগবে


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : সেপ্টেম্বর ২১, ২০২১, ১১:১৪ অপরাহ্ন /
ব্যক্তিগত গাড়িতে ও মোটরসাইকেলে শাবিপ্রবি’র লগো ব্যবহারে নিবন্ধন লাগবে

সিলেট প্রতিনিধিঃ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে যারা ব্যক্তিগত গাড়ী বা মোটরসাইকেলে বিশ্ববিদ্যালয়ের লগো ব্যবহার করতেছেন বা ব্যবহার করতে ইচ্ছুক, এখন থেকে তাঁদেরকে নাম, পদবী, বিভাগ/দপ্তর ও গাড়ি বা মোটরসাইকেলের প্লেট নম্বর উল্লেখপূর্বক আবেদনের সাথে হিসাব নং S-2 (৩৩০০০০১২) তে প্রতি স্টিকারে ২০০/- (দুই শত) টাকা জমার ব্যাংক রশিদ সংযুক্ত করে রেজিস্ট্রার, শাবিপ্রবি বরাবরে আবেদন করতে হবে।