ডেস্ক রিপোর্টঃ
আজ সিলেটের পানসি ইন রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়ে গেল অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার আলোচনা ও মতবিনিময় সভা। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলার নগর পিতা জনাব আরিফুল হক অসকস মহানগর কমিটির সভাপতি সার্জেন্ট মোঃ আব্দুল জলিল তাপাদার এর উদ্যোগ ও ব্যবস্থাপনায় এবং সাধারন সম্পাদক সার্জেন্ট মোঃ সিরাজুল ইসলামের পরিচালনায় পানসী ইন রেস্টুরেন্টের কনফারেন্স হল এ এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন মাস্টার ওয়ারেন্ট অফিসার জনাব আব্দুল কাইয়ুম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের মাননীয় মেয়র জনাব আরিফুল হক চৌধুরী। এছাড়াও অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর যে সকল সদস্য উপস্থিত ছিলেন, সাংগঠন সম্পাদক cpl এস এম শহিদুল ইসলাম, সহসাধারণ সম্পাদক lcpl নুরুল আমিন, সহ সাংগঠন সম্পাদক cpl রইস আলি, sgt শামসুদ্দিন চৌধুরী, cpl আব্দুস শহীদ, sgt কামাল হোসেন, sgt এনাম আহমেদ, সভাপতি গোলাপগঞ্জ
lcpl ছানু মিয়া, sgt জয়নাল আবেদীন সদস্য, sgt সৈনিক মেহেরুজ্জামান সদস্য, sgt সিরাজ উদ্দিন সদস্য, দেলোয়ার হোসেন খান সদস্য, lcpl আব্দুল আহাদ সেক্রেটারি গোলাপগঞ্জ, cpl সায়েস্তা মিয়া সদস্য, এবং sgt ফরিদ সদস্য। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যবৃন্দ তাদের দীর্ঘ কর্মজীবনে দেশ ও জাতীর কল্যাণে অবদান রেখে গেছেন। সশস্ত্র বাহিনী থেকে অবসর গ্রহণের পরেও তারা দেশ ও জাতীর সার্বিক উন্নয়নে প্রতিনিয়ত কাজ করে যাওয়ার জন্য বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় আজকের এই আলোচনা সভা। সভায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যবৃন্দ সিলেট জেলার অসংগতি ও তা থেকে উত্তোরনের উপায়গুলো সম্পর্কে আলোকপাত করেন।
আজকের আলোচনা সভায় দেশের গরীব দুঃখি ও সুবিধা বঞ্চিত জনগণের পাশে দাড়ানো, মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো পৌছে দেওয়া,শীত বস্ত্র প্রদানশহ প্রভৃতি সমাজকল্যাণ কাজে এগিয়ে আসার জন্য দেশের সকল মানুষকে নিয়ে পাশে থাকার জন্য দৃঢ় প্রতৃজ্ঞাবদ্ধ হওয়ার জন্য আহবান জানানো হয়।
মন্তব্য করুন