সিলেট প্রতিনিধিঃ
সিলেটের দক্ষিণ সুরমা সরকারি কলেজের শিক্ষার্থী আরিফুল ইসলাম রাহাত হত্যার প্রধান আসামি সামসুদ্দোহা সাদি কারাগারে রয়েছে। গত ২৬ অক্টোবর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি কুষ্টিয়া থেকে তাকে গ্রেফতার করে। কিন্তু পলাতক থেকে যায় হত্যার পরিকল্পনাকারী সাদি’র দুইবন্ধু তানভীর ও সানি। তাদেরকে গ্রেফতারের জন্য সিআইডি’র একাধিক টিম বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ব্যর্থ হয়। অবশেষে পলাতক দু’জন আসামির একজন আদালতে আত্মসমর্পণ করেছে।
বৃহস্পতিবার রাহাত হত্যা মামলার এজহারনামীয় আসামী ওহিদুর রহমান সানি আদালতে আত্মসমর্পণ করে। তার আত্মসমর্পণের খবর পেয়ে মামলার তদন্তকারী সংস্থা সিআইডি আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করে। বিষয়টি নিশ্চিত করে হত্যাকাণ্ডের তদন্তে থাকা সিআইডি’র উপ-পরিদর্শক রিপন দে জানান, আগামীকাল ৬ নভেম্বর রোববার রিমান্ড আবেদনের শুনানী হতে পারে।
আরিফুল ইসলাম রাহাত হত্যার পলাতক দুই আসামিকে গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালায় সিআইডি। বিষয়টি টের পেয়ে পালিয়ে যায় সানি। পরদিন গ্রেফতার এড়াতে ওহিদুর রহমান সানি আদালতে আত্মসমর্পণ করেছে।
এদিকে, আলোচিত এই হত্যাকাণ্ডের এজাহারনামীয় অপর আসামি তানভীর পলাতক রয়েছে। তাকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য ২১ অক্টোবর দক্ষিণ সুরমা সরকারি কলেজ ক্যাম্পাসে নিজ দলের ক্যাডারদের হাতে খুন হন ছাত্রলীগকর্মী আরিফুল ইসলাম রাহাত (১৮)। তিনি উপজেলার পুরাতন তেতলি গ্রামের সুরমান আলীর ছেলে ও দক্ষিণ সুরমা কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র। এ ঘটনায় রাহাতের চাচা বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় সাদি, তানভীর ও সানি’র নামোল্লেখসহ অজ্ঞাত ৬/৭ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
মন্তব্য করুন