কুলাউড়া ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের শপথ গ্রহণ


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মে ৮, ২০২৫, ৯:৪০ অপরাহ্ন /
কুলাউড়া ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের শপথ গ্রহণ

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটি নেতৃবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) দুপুরে কুলাউড়া পৌরসভা হলরুমে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবনির্বাচিত নেতৃবৃন্দকে শপথ পাঠ করান নির্বাচন পরিচালনা পরিষদের আহবায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার লুৎফুর রহমান।

এর আগে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক খন্দকার লুৎফুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব প্রভাষক সিপার আহমদের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইফতেখার হোসেন ভূঁইয়া, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার, নির্বাচন পরিচালনা পরিষদের সদস্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী এবং বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার আব্দুস সোবহান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি মো. বদরুজ্জামান সজল ও সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।