নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ থেকে।
আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ মুসলিম ঐক্য পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিল হয়।
বুধবার (২৭ নভেম্বর) বাদ আছর নামাজের পর হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ পয়েন্ট থেকে পুরাতন বাজার সড়ক প্রদক্ষিণ করে নতুন ব্রিজ গোল চত্বরে আসে।।
বিক্ষোভ সমাবেশে মুসল্লিরা বলেন, আজ চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যা করে তারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর যে পরিকল্পনা করেছে তা কখনই সফল হবে না। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে কঠিন শাস্তির ও হত্যায় জড়িতদের শনাক্ত করে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনার জোর দাবি জানান।
জানা যায়, নিহত আইনজীবীর সাইফুল ইসলাম চুনতি ইউনিয়নের ফারাঙ্গা এলাকার জামাল উদ্দিনের ছেলে। তিনি এক কন্যা শিশু সন্তানের জনক। তিনি বর্তমানে দরবেশহাট রোডস্থ নিজস্ব বাড়িতে পরিবার-পরিজন নিয়ে বসবাস করে আসছেন।
আইনজীবী সাইফুল ইসলাম আলিফের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। পরিশেষে শায়েস্তাগন্জ নতুন ব্রিজ গোল চত্বরে এসে বিক্ষোভ সমাপ্তি ঘোষণা করেন
মন্তব্য করুন