সিলেট প্রতিনিধিঃ
হিজরি সনের ১২ রবিউল আউয়াল তারিখে বিশ্বমানবতার আলোর দিশারি মহানবি হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সিলেটে মুসলিম সম্প্রদায়ের মাঝে বিভিন্ন স্থানে দিবসটি পালিত হয়েছে।
ঈদে মিলাদুন্নবি উপলক্ষ্যে বুধবার ২০ অক্টোবর সিলেটের হযরত শাহজালাল রা. দরগাহ মসজিদসহ বিভিন্ন মসজিদ এবং বাসা-বাড়িতে ধর্মপ্রাণ মুসল্লিরা কোরআন খতম ও জিকির-আজকারের মাধ্যমে মহান রাব্বুল আলামিনের বিশেষ রহমত কামনা করেন।
এছাড়াও বুধবার দিনভর নগরীসহ সিলেটের বিভিন্ন মসজিদ-মাদরাসায় ইসলামি ও সামাজিক সংস্থাগুলোর উদ্যোগে মহানবি হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনীর ওপর আলোচনা সভা ও মাহফিলসহ বিশেষ কর্মসূচি পালন এবং মোবারক র্যালি অনুষ্ঠিত হয়।
উল্লেখ্যযে, ১৪৫১ বছর আগে সৌদি আরবের মক্কা নগরে ৫৭০ খ্রিষ্টাব্দের এই দিনে মহানবী হযরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন এবং ৬৩২ খ্রিষ্টাব্দের একই দিনে তিনি ইহলোক ত্যাগ করেন। তাই আজকের এ দিবসটি সমগ্র মুসলিম জাহানের জন্য অত্যন্ত মর্যাদা ও তাৎপর্যময়।
মন্তব্য করুন