বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সামসুল আরেফিন সাংবাদিকদের বলেন, “স্বাস্থ্য সেবা বিভাগের অধীন স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক চীনা প্রতিষ্ঠান সিনোফার্ম থেকে ৬০ মিলিয়ন ডোজ ভ্যাকসিন সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) কেনা হচ্ছে। চুক্তিপত্রে উল্লিখিত একক মূল্যে ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।
“চীনের সঙ্গে আমাদের নন ডিসক্লোজার এগ্রিমেন্ট রয়েছে। সেজন্য মূল্য প্রকাশ করা যাবে না। এটা আগামী নভেম্বরের মধ্যে বাংলাদেশে চলে আসবে।”
সিনোফার্মের সাড়ে সাত কোটি ডোজ টিকা কিনতে চীনা কোম্পানিটির সঙ্গে চুক্তি করেছে সরকার।
তার মধ্যে ৭০ লাখ ডোজ দেশে এসেছে আগেই। চীন থেকে উপহার হিসেবে এসেছে আরও ১১ লাখ ডোজ। আর কোভ্যাক্স কর্মসূচির আওতায় এসেছে এই কোম্পানির ১৭ লাখ ডোজ টিকা।
সব মিলিয়ে বাংলাদেশে চীনা টিকা এসেছে ৯৮ লাখ ডোজ।
এদিন অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে দুটি প্রস্তাব পাস হয়। আর অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে পাস হয় নয়টি প্রস্তাব।
কোভিড-১৯ পরিস্থিতিতে শিখন দক্ষতার ঘাটতি পূরণে শিক্ষার্থীদের অনলাইন/ডিজিটাল পদ্ধতিতে পাঠদান কার্যক্রম চালাতে একটি উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
সেজন্য সরকারি মালিকানাধীন কম্পিউটার কাউন্সিলের কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১৭ কোটি ৪৩ লাখ ৩৫ হাজার টাকায় ডিজিটাল ক্লাসরুম কনটেন্ট কেনায় নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
অতিরিক্ত সচিব বলেন, কোভিডের কারণে শিক্ষার্থীরা পড়াশোনায় পিছিয়ে গেছে। এসব কনটেন্ট তাদেরকে পড়াশোনার বিষয় সহায়তা করবে।
এছাড়া অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটির বৈঠকে কোভিড-১৯ মহামারিতে আক্রান্তদের জীবন রক্ষায় দ্রুততম সময়ে পিসিআর টেস্ট কিট, অ্যান্টিজেন টেস্ট কিট, ভিটিএম সোয়াব স্টিক, পিসিআর ল্যাব কনজুমেবলস, সিপ্যাপ ও বাইপ্যাপ মেশিন ইত্যাদি মালামাল জরুরি ভিত্তিতে সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনার বিষয়েও নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
ক্রয় কমিটির বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক ২০২২ শিক্ষাবর্ষের প্রাথমিক স্তরের (১ম ও ২য় শ্রেণি) বাংলা ও ইংরেজি ভার্সনের ৭৬ লাখ ৪২ হাজার ৭১টি বই (১) কচুয়া প্রেস অ্যান্ড পাবলিকেশন্স (৭টি লট), (২) মা সিস্টেম কম্পিউটার্স প্রিন্টার্স অ্যান্ড প্যাকেজিং (৯টি লট), (৩) কৃষ্ণা ট্রেডার্স (২টি লট) এবং (৪) বারতোপা প্রিন্টার্স লিমিটেড (৮টি লট) এর কাছ থেকে ১৮ কোটি ৩৩ লাখ ৩৪ হাজার ৩০০ টাকায় মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
মন্তব্য করুন