বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়নের পানিসাওয়া এলাকায় এলজিইডির অন্তর্ভুক্ত একটি রাস্তার কালভার্ট ভেঙ্গে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে।
বৃহস্পতিবার রাতে বালুভর্তি একটি ট্রাক অতিক্রমকালে কালভার্টটি ভেঙ্গে যায়। এতে গত ৫ দিন ধরে দাসেরবাজার, তালিমপুর ও বর্ণি ইউনিয়নের প্রায় ৩০ হাজার জনসাধারণ মারাত্মক দুর্ভোগ পোয়াচ্ছেন। ভুক্তভোগীরা দ্রুত কালভার্টটি মেরামতের দাবী জানিয়েছেন।
সরজমিনে গিয়ে দেখা গেছে, দাসেরবাজার ইউনিয়নের পানিসাওয়া এলাকার বীর প্রতীক মুক্তিযোদ্ধা সফিক উদ্দিন সড়কের একটি কালর্ভাট ভেঙ্গে বিরাট গর্তের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন এ সড়ক দিয়ে প্রতিদিন দাসেরবাজার, বর্ণি ও তালিমপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ যাতায়াত করেন। অনেক আগেই কালভার্টটি মেয়াদোত্তীর্ণ হয়েছে। কিন্তু নতুন কালভার্ট নির্মাণের উদ্যোগ নেয়নি এলজিইডি।
উপজেলা প্রকৌশলী সামছুল হক ভুইয়া জানান, কালভার্ট ভেঙ্গে যাওয়ার খবর তিনি জেনেছেন। আপাতত চলাচলের জন্য তা জরুরী ভিত্তিতে মেরামতের উদ্যোগ নিচ্ছেন। পরবর্তীতে এডিপি প্রকল্পের আওতায় নতুন কালভার্ট নির্মাণের ব্যবস্থা নিবেন।
মন্তব্য করুন