নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ থেকে ॥
আগামী ১১ নভেম্বর আজমিরীগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচন। তন্মধ্যে ১নং আজমিরীগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন। তারা হলেন-আওয়ামীলীগ মনোনীত উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি আশরাফুল হোসেন মোবারুল (নৌকা), আওয়ামীলীগ নেতা মোঃ স্বাধীন মিয়া (ঘোড়া) ও স্বতন্ত্র চেয়ারম্যান ইসমাঈল হোসেন শরস (আনারস)।
এ ইউনিয়নে মোট ভোটার হচ্ছেন ৭ হাজার ৩১৫ জন। তন্মধ্যে পুরুষ ৩ হাজার ৫৩৫ জন ও মহিলা ৩ হাজার ৭৮০ জন।
নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা চালাচ্ছেন উঠান বৈঠক, প্রচার-প্রচারণা। ইতিমধ্যে প্রার্থীদের প্রচারনায় সরগরম হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। প্রত্যেক প্রার্থী এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন। প্রচারণায় ৩জনই সমানে সমান। প্রার্থীদের অব্যাহত প্রচারণায় দিন দিন বদলে যাচ্ছে ভোটের হিসেব। এর মধ্যে এখন পর্যন্ত প্রচারণায় কিছুটা এগিয়ে স্বতন্ত্র প্রার্থী ইসমাঈল হোসেন শরস। ভোটারদের সাথে আলাপ করে এমন তথ্য পাওয়া যায়। ভোটাররা বলছেন সুষ্টু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে বর্তমান অবস্থায় সাবেক চেয়ারম্যান ইসমাঈল হোসেন শরসের আনারস এর পাল্লা ভারী। নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে সেচ্ছাসেবকলীগের সভাপতি আশরাফুল হোসেন মোবারুলও প্রচার প্রচারনায় থেমে নেই। দলীয় নেতা কর্মীরা মাঠে ময়দানে কাজ করে যাচ্ছেন দিন-রাত। আওয়ামীলীগ নেতা মোঃ স্বাধীন মিয়া (ঘোড়া) মার্কা নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা মাঠ সরগরম করে রাখছেন। বর্তমান চেয়ারম্যান আব্দুল কদ্দুছ সেনের ছোট ভাই আওয়ামীলীগ নেতা মোঃ স্বাধীন মিয়া বিজয়ের লক্ষ্যেই প্রচারণা চালিয়ে যাচ্ছেন। গ্রাম, পাড়া-মহল্লা চষে বেড়াচ্ছেন দিবা-রাত।
সাধারণ ভোটারদের আলাপ করে জানা যায় এ ইউনিয়নে প্রতিদ্বন্দ্বি ৩ জনই নিরসভাবে প্রচার চালিয়ে যাচ্ছেন। ফলে ত্রিমুখী লড়াই হবে ১১ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে।
গত ২৯ সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ২য় ধাপের তফসিল ঘোষনা করেছে নির্বাচন কমিশন। ফলে আগামী ১১ নভেম্বর এ উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন