নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ থেকে।।
আজমিরীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সরকারদলীয় চেয়ারম্যান প্রার্থী মোবারুল হোসেনের বিরুদ্ধে ভয়ভীতি ও ভোটকেন্দ্র দখলের হুমকীসহ বিভিন্ন অভিযোগ উঠেছে। গতকাল শনিবার হবিগঞ্জ পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেন ওই ইউপি নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মোঃ স্বাধীন মিয়া। লিখিত অভিযোগে নৌকার প্রার্থী মোবারুল হোসেন ছাড়াও রাখু রায় ও মোঃ আমির মিয়া নামে দুই ব্যক্তির বিরুদ্ধেও অভিযোগ করেন স্বাধীন মিয়া। অভিযোগের অনুলিপি দেয়া হয়েছে আইজিপি, সিলেট রেঞ্জের উপ মহাপুলিশ পরিদর্শক ও আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জকে।
লিখিত অভিযোগে স্বাধীন মিয়া উল্লেখ করেন, আজমিরীগঞ্জ উপজেলার ১নং সদর ইউনিয়নে নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন মোবারুল হোসেন। রাখু রায় ও মো. আমির মিয়া তার সহযোগি হিসেবে কাজ করছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীকে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন অভিযোগকারী স্বাধীন মিয়া। কিন্তু সরকারদলীয় প্রার্থী মোবারুল ও তার সহযোগীরা প্রতিনিয়ত স্বাধীন মিয়া ও তার কর্মী-সমর্থকদের নির্বাচনী প্রচারণায় বাঁধা প্রদান ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন।
অভিযোগে আরো উল্লেখ করা হয়, সরকারদলীয় প্রার্থীর পক্ষ থেকে ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্র জোরপূর্বক দখলের হুমকি দেয়া হচ্ছে। কেন্দ্রগুলো হল-১নং ওয়ার্ডের হাসামপুর মাদ্রাসা, ২নং ওয়ার্ডের বাশহাটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৫নং ওয়ার্ডের মির্জাপুর কমিউনিটি ক্লিনিক, ৮নং ওয়ার্ডের নোয়ানগর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ৯নং ওয়ার্ডের রনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়।
এসব কেন্দ্র দখলের হুমকির কারণে স্বতন্ত্র প্রার্থী স্বাধীন মিয়ার কর্মী-সমর্থকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এজন্য উল্লিখিত কেন্দ্রসমূহ ঝুঁকির মধ্যে রয়েছে। ফলে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করা হয়েছে।
উল্লেখ্য, আগামী ১১ নভেম্বর আজমিরীগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন