ঝালকাঠিতে মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে মানববন্ধন


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : নভেম্বর ৭, ২০২১, ১:০২ পূর্বাহ্ন /
ঝালকাঠিতে মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে মানববন্ধন

আবু সায়েম আকন, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে কাঠিপাড়া আহমদিয়া দাখিল মাদ্রাসায় নিয়োগ নিয়ে বানিজ্যের অভিযোগে মাদ্রাসা সভাপতি মো. মঞ্জুরুল আলম বাদশার বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি করেছে স্থানীয় জনতা।

শনিবার দুপুর ১টার দিকে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কাঠিপাড়া তালুকদার হাট সংলগ্ন মাদ্রাসার সামনে আধাঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন মোসাঃ নাজমা আক্তার নাসরিন, মো. ইকবাল হোসেন খান, মো. শাকিল হোসেন প্রমূখ। মানববন্ধনে এলাকার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, এই মাদ্রাসায় সুপার, ঝাড়ুদার ও নৈশপ্রহরী পদে কোন সার্কুলার না দিয়ে গোপনে টাকার বিনিময় নিয়োগ দেয়া হয়েছে। এবং যাদের নিয়োগ দেয়া হয়েছে তারা অন্য এলাকার বাসিন্দা। এই নিয়োগ বাতিল করে তারা পুনঃনিয়োগের দাবী জানায়।

অভিযুক্ত মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি মো. মঞ্জুরুল আলম বাদশা ঢাকায় অবস্থান করায় তার ব্যবহৃত ০১৭১২১১৯৩৮৪ মোবাইল নাম্বারে বিভিন্ন সময়ে বার বার কল দিয়ে নাম্বারটি বন্ধ পাওয়া যায়।