হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : নভেম্বর ২১, ২০২৫, ১০:১৮ অপরাহ্ন /
হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নুরুজ্জামান ফারুকী  হবিগঞ্জ থেকে

হবিগঞ্জের নবীগঞ্জে সুপারী পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুকের প্রাণহানী ঘটেছে।  বৃহস্পতিবার (২০ নভেম্বর)বিকালে নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের বানিপাতা গ্রামে এ ঘটনাটি ঘটেছে। নিহত যুবকের নাম পরিন্দ্র সরকার (৩৫)। তিনি ওই গ্রামের মৃত উবিন্দ্র সরকারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে পরিন্দ্র সরকার নিজ বাড়ির গাছের সুপারী পাড়ার জন্য গাছে উঠেন। এক পর্যায়ে অসাবধানতা বশতঃ সুপারী গাছের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের মেইন তারে জড়িয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও জনপ্রতিনিধিগণসহ এলাকার লোকজন ছুটে যান ঘটনাস্থলে।