হবিগঞ্জ -২ আসনে বিএনপির প্রার্থীর নির্বাচনী প্রচারণা তুঙ্গে


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০২৫, ৭:২৯ অপরাহ্ন /
হবিগঞ্জ -২ আসনে বিএনপির প্রার্থীর নির্বাচনী প্রচারণা তুঙ্গে

স্টাফ রিপোর্টার 

ত্রয়োদশ সংসদ নির্বাচনে হবিগঞ্জ -২(বানিয়াচং আজমিরীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডাক্তার সাখাওয়াত হাসান জীবনের নির্বাচনী প্রচারণা তুঙ্গে। সকাল থেকে রাত প্রতিদিনই চষে বেড়িয়ে চলেছেন গ্রাম থেকে গ্রামান্তরে। মহল্লা থেকে পাড়ায় পাড়ায়। নির্বাচনী ঢেউ দেখা দিয়েছে দু’উপজেলায়। আজ সকালে বানিয়াচং সদরে বৃহত্তম বাজার বড়বাজারে গণসংযোগ করেন। স্হানীয় শহীদ মিনারে জড়ো হয়ে নেতাকর্মীসহ জনসংযোগ শুরু করেন। এসময় ডাক্তার সাখাওয়াত হাসান জীবনের সাথে জনসংযোগে অংশ নেন সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন, বিএনপির সাবেক আহবায়ক লুৎফর রহমান, বাহার উদ্দিন, হারুন লস্করসহ অসংখ্য নেতাকর্মী।গণ

সংযোগের শুরুতেই ডাক্তার সাখাওয়াত হাসান জীবনের সাথে জনতার ঢল নামে। রাতে ১নং সদর ইউনিয়নের ৪ ও ৫ নং ওয়ার্ডের নেতাকর্মী ও সাধারণ মানুষের নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন, বিএনপির সাবেক আহবায়ক লুৎফর রহমান, সভায় সবাই ডাক্তার সাখাওয়াত হাসান জীবনের পক্ষে ভোট যুদ্ধে কাজ করার অঙ্গীকার করেন। ডাক্তার সাখাওয়াত হাসান জীবন পেশাগত জীবনে

গরীবের ডাক্তার নামে পরিচিত। তিনি ডাক্তারী পেশায় কারো নিকট থেকে কোন ফি নেননি। এছাড়া জটিল রোগীদের উন্নত চিকিৎসার জন্য দেশের বিভিন্ন হাসপাতালে ছুটে বেড়িয়েছেন। তার বিজয় সুনিশ্চিত বলে দাবী করেছেন তার সমর্থক বৃন্দ।