বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রোডমার্চ কর্মসূচি


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : নভেম্বর ২১, ২০২৫, ১০:১০ অপরাহ্ন /
বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রোডমার্চ কর্মসূচি

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজার -২ (কুলাউড়া) আসনে বিএনপি ঘোষিত প্রার্থী পরিবর্তন করে কারা নির্যাতিত বিএনপি নেতা জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এডভোকেট আবেদ রাজাকে মনোনয়ন দেওয়ার দাবিতে রোড মার্চ কর্মসূচী ঘোষনা করেছেন কুলাউড়া সংসদীয় আসন পুনর্বিবেচনা পরিষদ। শুক্রবার বিকেল ৪টায় এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষনা করেন কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কুলাউড়া পৌরসভার সাবেক মেয়র কামাল আহমদ জুনেদ। সংবাদ সম্মেলনে এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক শেখ শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক বদরুল হোসেন খান, পৌর বিএনপি নেতা আব্দুল মছব্বির বাদশা, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক শিপলু আহমদ, মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, আব্দুর রহমান ও শামীম আহমদ প্রমুখ।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, এডভোকেট আবেদ রাজা বিগত ১৭ বছর আওয়ামী ফ্যাসিষ্টদের নির্যাতন, মামলা ও হামলার শিকার হয়েছেন। তিনি মনোনয়ন বঞ্চিত হওয়ায় কুলাউড়ায় বিএনপির শত শত নেতাকর্মী মর্মাহত হয়েছেন। আবেদ রাজাকে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে ইতিমধ্যে ইউনিয়নে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও ঢাকায় মানববন্ধন করা হয়েছে। সংবাদ সম্মেলন থেকে আগামী রবিবার কুলাউড়ায় রোডমার্চ কর্মসূচি ঘোষণা করা হয়।