
হবিগঞ্জ প্রতিনিধি ॥
হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর)আসনে বিএনপির মনোনীত প্রার্থী, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল বলেছেন-মাধবপুর-চুনারুঘাটকে সৌহার্দ্য ও সম্প্রীতির জনপথ হিসাবে গড়ে তুলতে চাই। থাকবে না কোন চাঁদাবাজি। যেখানে সকল ধর্মের লোকজন স্বাধীনভাবে নিজস্ব আত্মমযার্দা নিয়ে বসবাস করতে পারবে। সব নাগরিক তার ধর্ম ও সাংস্কৃতিক কর্মকাণ্ড স্বাধীনভাবে পালন করবে। এই ঐতিহ্য সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন প্রাচীন কাল থেকে চলে আসছে। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর দল এই চেতনার ধারক ও বাহক। বিএনপি সব সময় এদেশের জনগণের সুখ শান্তি ও সমৃদ্ধি চায়। কিন্তু নতুন করে এখন বিএনপির বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র শুরু করেছে। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব আজ পুরো জাতি ঐক্যবদ্ধ। আমাদেরকে এ ষড়যন্তের জাল ধ্বংস করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারক রহমানের প্রতীক ধানের শীষকে বিজয়ী করতে কাজ করতে হবে। আমাদের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে কিন্তু প্রতিহিংসা না। আমরা দলীয় মনোনয়নের জন্য ৩জন নেতা প্রতিযোগিতা করেছি। সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারক রহমান আমাকে হবিগঞ্জ-৪ চুনারুঘাট-মাধবপুর আসনে মনোনয়ন দিয়েছে। অন্য দু’জন ইতিমধ্যে আমাকে অভিনন্দন জানিয়েছে। তাই এখন থেকে আমাদের মধ্যে কোন প্রতিযোগিতা নাই। প্রতিযোগিতা একটাই কে কত বেশী ধানের শীষের ভোট সংগ্রহ করে বিপুল ভোটে ধানের শীষের প্রতীককে পাস করতে পারে। মঙ্গলবার (১৮ নভেম্বর)সকালে মাধবপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক নিবার্চনী পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথাগুলো বলেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখতে গিয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান বলেন, বিএনপি একটি বিশাল রাজনৈতিক দল। ৩৫ বছর ধরে বিএনপির রাজনৈতিক দর্শন মাধবপুর-চুনারুঘাটের গ্রামে গ্রামে পৌছে দেয়ার দায়িত্ব পালন করেছে সৈয়দ মোঃ ফয়সল ভাই। তিনি জীবনের মূল্যবান সময় দল এবং মানুষের মুখে হাসি ফুটানোর জন্য ব্যয় করেছেন। আমাদের দায়িত্ব ধানের শীষের বিজয়কে নিশ্চিত করতে প্রতিটি ঘরে ঘরে গিয়ে ফয়সল ভাইয়ের সালাম পৌছে দেয়া এবং ধানের শীষ প্রতীকের জন্য মূল্যবান ভোট প্রার্থনা করা। উপজেলা বিএনপি সভাপতি সামছুল ইসলাম কামালের সভাপতিত্বে পরামর্শ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাধারণ সম্পাদক হামিদুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, সহসভাপতি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, সহসভাপতি মীর খুরশেদ আলম, অলিউল্লাহ, মাসুকুর রহমান মাসুক, আবুল বাশার, সুরঞ্জন পাল, শহিদুল ইসলাম বাবু, তাজউদ্দিন টেনু, যুগ্ম সাধারন সম্পাদক সুমন চৌধুরী, মোস্তফা কামাল বাবুল, বাবুল হোসেন, বজলুর রহমান ভূইয়া, মীর আব্দুল আলীম বাদল, আমজাদ আলী শাহীন, আবেদ মাষ্টার,ফজলুর রহমান বুলেট, মফিজউদ্দিন, আলফাজ মহালদার, জয়নাল আবেদীন, জালাল মিয়, মতুজ আলী, যুবদলের আহবায়ক এনায়েত উল্লাহ, যুগ্ম আহবায়ক কবির চৌধুরী, মশিউর রহমান, জসিম শিকদার, পৌর আহবায়ক জনি পাঠান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফরিদুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাশেল মিয়া, রনি আহম্মদ প্রমুখ।
আপনার মতামত লিখুন :