নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ থেকে ॥
মাধবপুরে পূর্ব শক্রতার জের ধরে গরু খাবার খড় পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৩ নভেম্বর) রাতে উপজেলার আন্দিউড়া ইউনিয়নের জোয়ালভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
জোয়ালভাঙ্গা গ্রামের আব্দুল খালেক মিয়ার প্রায় পাঁচ একর জমির খড় রাতের আধারে একই গ্রামের ফুরুক মিয়ার স্ত্রী আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। আব্দুল খালেম মিয়ার স্ত্রী মাজেদা বেগম কান্নায় ভেঙ্গে পড়েন। আব্দুল খালেক মিয়ার ছেলে মোঃ সোহেল মিয়া জানান, পূর্ব শক্রতার জের ধরে খড়ের গাদায় আগুন দেওয়া হয়েছে। ফুরুক মিয়ার স্ত্রী চম্পা বেগম জানান, কে রাতে আগুন দিয়েছে জানি না। মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন