কুলাউড়া প্রতিনিধি
সিলেট-আখাউড়া রেল সেকশনে ঘন ঘন ট্রেন দুর্ঘটনা ও ইঞ্জিন বিকল হওয়ার ঘটনায় যাত্রীদের নাভিশ্বাস উঠেছে। ঘন ঘন দুর্ঘটনায় যাত্রীরা লক্কর ঝক্কর ব্যবস্থাকেই দায়ী করেছেন।
শুক্রবার (১৭অক্টোবর) দুপুর ১টা ৫৭ মিনিটের দিকে পারাবত ট্রেন কুলাউড়া জংশন স্টেশনে পৌছালে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়। পরে সিলেট থেকে রিলিফ ইঞ্জিন আসলে ২টা ৩২মিনিটের দিকে কুলাউড়া স্টেশন থেকে ট্রেনটি সিলেটের উদ্দেশে ছেড়ে যায়।
ট্রেনের কয়েকজন যাত্রী জানান, সিলেট সেকসনে ট্রেনের যাত্রীসেবার মান দিন দিন কমে আসছে। আন্তঃনগর ট্রেনগুলোর বগী কম থাকায় যাত্রীর তুলনায় সিট বরাদ্ধ কম, ঘন ঘন ট্রেন দুর্ঘটনা ও ইঞ্জিন বিকল লেগেই থাকে। এতে ট্রেনের যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। ট্রেনের যাত্রীসেবার কথা চিন্তা করে কুলাউড়া জংশন স্টেশনের লোকোশেডে অতিরিক্ত ইঞ্জিন রাখার দাবী জানান তারা।
কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশন মাষ্টার রুমান আহমদ জানান, ঢাকা থেকে সিলেট অভিমুখী আন্তঃনগর ৭০৯ পারাবত এক্সপ্রেস (ইঞ্জিন ২৯১৭) ট্রেন দুপুর ১টা ৫৭ মিনিটের দিকে কুলাউড়া জংশন স্টেশনে পৌছালে ইঞ্জিনটি বিকল হয়। এর আগে লংলা স্টেশন এলাকায় ট্রেনটির ইঞ্জিনে ত্রুটির কারনে বিলম্বে এসে কুলাউড়ায় পৌছায়।
পরে সিলেট থেকে রিলিফ ইঞ্জিন (২৬১৩) কুলাউড়ায় দুপুর ২টা ১৮মিনিটে আসলে ইঞ্জিনটি সংযুক্ত করে ২টা ৩২মিনিটে কুলাউড়া থেকে ৩৫মিনিট বিলম্বে সিলেটের উদ্দেশে ছেড়ে যায়।
আপনার মতামত লিখুন :