তিন গোয়েন্দা’র লেখক রকিব হাসান আর নেই


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : অক্টোবর ১৫, ২০২৫, ৭:৫৩ অপরাহ্ন /
তিন গোয়েন্দা’র লেখক রকিব হাসান আর নেই
মাহদী রহমান ||
বাংলাদেশের কিশোর সাহিত্য জগতের জনপ্রিয় লেখক, ‘তিন গোয়েন্দা’র প্রণেতা রকিব হাসান আর নেই। তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে বইপ্রেমী ও অসংখ্য পাঠকের মনে।
নিউজপ্রিন্ট কাগজের পাতায় তিনি সৃষ্টি করেছিলেন এক অনন্য রহস্য-রোমাঞ্চের দুনিয়া, যেখানে ছিল কিশোর, মুসা ও রবিনের অবিচ্ছেদ্য বন্ধুত্ব, রাশেদ চাচা ও মেরি চাচির স্নেহ, জিনার দুরন্তপনা আর টেরিয়ার ডয়েলের উৎসাহে ভরপুর অসংখ্য অভিযান।
বাংলা সাহিত্যে কিশোর উপন্যাসের জগতে নতুন দিগন্ত উন্মোচন করেন তিনি। তাঁর কলমে জীবন্ত হয়ে উঠেছিল দূর আমেরিকার রকি বীচ শহরের পাশা স্যালভিজ ইয়ার্ড— যা পাঠকদের মনে আজও এক স্বপ্নিল জগৎ।
পাঠকেরা জানাচ্ছেন, রকিব হাসান শুধু গল্প লেখেননি, তিনি একটি শৈশব সৃষ্টি করেছিলেন। তাঁর বইগুলো কিশোরদের দিয়েছে বন্ধুত্ব, সাহস ও কল্পনার নতুন এক দিগন্ত।
একজন পাঠক সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন –
“ওপারে ভালো থাকুন শ্রদ্ধেয় লেখক। একটা আনন্দময় শৈশব উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। মহান আল্লাহ আপনাকে চিরশান্তির স্থান জান্নাত দান করুন। আমিন ”
বাংলা কিশোর সাহিত্যের ইতিহাসে রকিব হাসানের নাম তাই থেকে যাবে চিরঅমলিন, প্রজন্ম থেকে প্রজন্মে।