কুলাউড়ায় লোকাল ওয়ার্কিং গ্রুপ মিটিং বিষয়ক কর্মশালা


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : অক্টোবর ১৫, ২০২৫, ৭:৩৯ অপরাহ্ন /
কুলাউড়ায় লোকাল ওয়ার্কিং গ্রুপ মিটিং বিষয়ক কর্মশালা

কুলাউড়া প্রতিনিধি

কুলাউড়ায় লোকাল ওয়ার্কিং গ্রুপ মিটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উন্নয়ন স্বেচ্ছাসেবী সংস্থা এনএসএস এই কর্মশালার আয়োজন করে। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে কুলাউড়া উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন এনএসএস’র নির্বাহী পরিচালক ও শাবিপ্রবির সাবেক রেজিস্ট্রার জামিল আহমদ চৌধুরী। এনজিও ওয়াফের নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) আতিকুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী প্রীতম শিকদার জয়, মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার, ডিনেটের প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিরাজুস সালেকীন রাজিব, এনএসএস’র কো- অডিনেটর সাদেকা ভূইয়া, ভিএসডিও’র নির্বাহী পরিচালক শাহীন আহমদ প্রমুখ।

আয়োজক সূত্র জানায়, মৌলভীবাজার জেলা দেশের গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্যপূর্ণ একটি এলাকা। জেলার কুলাউড়া, বড়লেখা, কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের প্রান্তিক জনগোষ্ঠী বিশেষ করে নারীদের ক্ষমতায়নের জন্য সিভিল সোসাইটি অরগানাইজেশান, কমিউনিটি অর্গানাইজেশনের সক্ষমতা বৃদ্ধি করে তাদের প্রতিনিধিত্ব, অধিকার এবং পরিষেবা প্রাপ্তি নিশ্চিত করাই হচ্ছে প্রকল্পের মূল লক্ষ্য উদ্দেশ্য।