হাবিবুর রহমান হাবিব, শাল্লা (সুনামগঞ্জ) থেকেঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে, সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিস ও শাল্লা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ৩০ জুলাই বুধবার উপজেলা গণ মিলনায়তনে উপজেলা একাডেমিক সুপারভাইজার কালিপদ দাসের সঞ্চালনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম (অ:দা:) এর সভাপতিত্বে ২০২৩-২৪ অর্থ বছরের এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় কৃতিত্ব পূর্ণ ফলাফলের জন্য ক্রেস্ট ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার পিয়াস চন্দ্র দাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা কোর্ডিনেটর মোঃ সারোয়ার জাহান খান, শাল্লা সরকারি ডিগ্রি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ বিশ্বনাথ দাস।
বক্তাগণ শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের উদ্দেশ্য সচেতন মূলক ও সমাজের বিভিন্ন ধরনের খারাপ কাজ থেকে শিক্ষার্থীদের বিরত রাখতে জেনারেল শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার উপর গুরুত্ব আরোপ করে শিক্ষার উন্নয়নে আলোচনান্তে বিস্তর বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে- “পারফরম্যান্স বেজড গ্র্যান্ডস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই) স্কিমের আওতায় ২০২৩-২৪ অর্থবছরের এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় কৃতিত্ব পূর্ণ ফলাফলের মোট ১৮ জন শিক্ষার্থী কে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়েছে। উল্লেখ্য পূর্বে তাদের নিজস্ব একাউন্টে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সাউধেরশ্রী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ হরিপদ দাস, উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, জামায়াতে ইসলামী শাল্লা উপজেলা আমির হাফেজ মাওলানা নূরে আলম সিদ্দিকী, শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলাল, গোবিন্দ চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিপাল দাস মিল্টন, শাল্লা হাসিমিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার কামরুল ইসলাম, দামপুর আট পাড়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মতিউর রহমান সহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় প্রমুখ মিডিয়া কর্মীগণ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :