পঞ্চগড় জেলা প্রতিনিধি: খাদেমুল ইসলাম
পঞ্চগড় জেলা তেঁতুলিয়া উপজেলার ২০২৪-২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ জুলাই ) দুপুরে বিশ্বব্যাংক, ইউএনডিপি ও আইএফএডি-এর সহযোগিতায় উপজেলা মডেল মসজিদ হলরুমে ওই পার্টনার কংগ্রেসের আয়োজন করা হয়।
কৃষির উৎপাদন বৃদ্ধি, নতুন জাতের সম্প্রসারণ, কৃষিপণ্যের বাজার জাতকরণ, খাদ্যের গুণগত মান বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি-তথ্য ছড়িয়ে দেওয়াসহ প্রযুক্তি ও কলাকৌশলের টেকসই সহায়তা প্রদান করা এই কংগ্রেসের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে তেঁতুলিয়া উপজেলা কৃষি অফিসার তামান্না ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবদুল মতিন,জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিনিয়র মনিটরিং অফিসার সজয় দেবনাথ,তেঁতুলিয়া উপজেলা সমবায় অফিসার মামুনুর রশীদ,উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জীবন ইসলাম,উপ সহকারী কৃষি কর্মকর্তা আবদুল মোতালেব।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তি, বেসরকারি সংস্থার প্রতিনিধি, পিএফএস ও নন-পিএফএস কৃষক-কৃষাণী, উপসহকারী কৃষি কর্মকর্তা এবং সাংবাদিকসহ শতাধিক স্টেকহোল্ডার অংশ নেন।
আপনার মতামত লিখুন :