দেবীগঞ্জ মহিলা কলেজের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার 


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : জুলাই ৩০, ২০২৫, ১০:১৬ অপরাহ্ন /
দেবীগঞ্জ মহিলা কলেজের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার 

পঞ্চগড় জেলা প্রতিনিধি :

পঞ্চগড়ের দেবীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের সুলতানা আক্তার (২০) নামে  এক শিক্ষা র্থীকে  শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। বুধবার ৩০ জুলাই সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

গত মঙ্গলবার (২৯ জুলাই) রাতে বাড়ি থেকে বের হলে খুঁজে পাওয়া যায়নি। ওই ছাত্রীর নাম সুলতানা আক্তার রত্না তিনি   দেবীগঞ্জ মহিলা কলেজের  এইচএসসি প্রথম বর্ষে শিক্ষার্থী।দেবীগঞ্জ উপজেলার দেবীগঞ্জ সদর ইউনিয়নের মরাতলীর মাঝাপাড়া দহলা খাগড়াবাড়ি বাসিন্দা মোঃ রবিউল ইসলামের কন্যা। বন বাগানে লাশের পাশে তার ব্যবহৃত আরও প্রয়োজনীয়  কাপড় চোপড়, মোবাইলের চার্জার পাওয়া যায়। তবে রত্নার ব্যবহার করা মোবাইল ফোনটি পাওয়া যায়নি।

স্থানীয় জানান , ২৯ জুলাই রাতে বাড়ি থেকে বের হয় রত্না। ৩০ জুলাই  সকাল বেলা তাকে বাড়িতে না পেয়ে খোজাখুজি করতে থাকে। পরে বাড়ির পশ্চিম পাশে বন বাগানে তার লাশ পড়ে থাকতে দেখে এলাকায় বাসি  বাড়ির লোকজনকে খবর দিলে তারা রত্নার লাশ নিশ্চিত করে।

স্থানীয় মানুষের ধারনা, প্রেমের সম্পর্কের কারনে হয়তো বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেই বাড়ি থেকে বের হয়। পরে তাকে ওড়না দিয়ে পেচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে পালিয়ে যায়  দুর্বৃত্তরা।

বুধবার (৩০ জুলাই) দুপুরে  ঘটনাস্থলে দেবীগঞ্জ থানার পুলিশ এবং  ঠাকুরগাঁও থেকে সিআইডির সাব ইন্সপেক্টর দেবাশীষ রায় সহ  সেনাবাহিনীর সদস্যরাও পরিদর্শন করেন।

এব্যাপারে বিকালে দেবীগঞ্জ থানার ইন্সপেক্টর তদন্ত প্রবীর চন্দ্র সরকার বলেন , মরদেহ ময়না তদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।