স্টাফ রিপোর্ট
গত ২৮ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে’র উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যে বসবাসরত কমলগঞ্জ উপজেলার প্রবাসীদের অংশগ্রহণে এই আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর। লন্ডন থেকে পোর্টসমাউথ সমুদ্র সৈকতগামী এই যাত্রা শুধু ভ্রমণই ছিল না বরং ছিল প্রবাসে একদিনের মিলনমেলা।
সকাল ৯.০০ ঘটিকায় নির্ধারিত সৈকতের উদ্দেশ্য বাসে যাত্রা শুরু হয় কমলঞ্জবাসীর । সবার মুখে ছিল হাসি, হাতে ব্যাগ-প্যাক আর পরনে সংগঠনের মনোগ্রামযুক্ত টি-শার্ট ও ক্যাপ—যা পুরো আয়োজনটিকে দিয়েছিল একতা ও শৃঙ্খলার ছাপ। পোর্টসমাউথ সমুদ্র সৈকতে পৌঁছেই সকলে মেতে ওঠেন আনন্দ-উৎসবে। খাবার-দাবার, খেলাধুলা, আড্ডা, গান-বাজনা সব মিলিয়ে এক অনন্য পরিবেশের সৃষ্টি হয়।
দিনব্যাপী আয়োজনে ছিল নানা খেলাধুলা। বিশেষভাবে আয়োজন করা হয় ফুটবল ও রশি টানাটানি প্রতিযোগিতার। প্রতিযোগিতার জন্য অংশগ্রহণকারীদের দুইটি দলে ভাগ করা হয়। একটি দল কমলগঞ্জ পৌরসভার প্রতিনিধিত্ব করে এবং অপরটি ছিল কমলগঞ্জ উপজেলার ইউনিয়নসমূহের সমন্বয়ে গঠিত দল। প্রতিটি খেলায় ছিল প্রবল উৎসাহ ও উদ্দীপনা। খেলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী সকল খেলোয়াড়কে পুরস্কারে ভূষিত করা হয়।
খেলাধুলার পাশাপাশি ছিল আকর্ষণীয় সাংস্কৃতিক আয়োজন। গান, কবিতা, সঙ্গীত পরিবেশনা এবং শিশু-কিশোরদের বিভিন্ন পারফরম্যান্সে মুখরিত হয়ে ওঠে সৈকতের প্রাঙ্গণ। এতে প্রবাসী কমলগঞ্জবাসীরা একে অপরের সঙ্গে কেবল বন্ধুত্বই নয়, বরং শিকড়ের টানও গভীরভাবে অনুভব করেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের অভিমত ছিল একটাই দিনটি ছিল অত্যন্ত আনন্দময়, প্রাণবন্ত এবং স্মরণীয়। তারা জানান, প্রবাসের ব্যস্ত জীবনের মাঝে এমন একটি আয়োজন মানসিক প্রশান্তি এনে দেয়।
কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে’র সভাপতি ও সাধারণ সম্পাদক এই সফল আয়োজনে অংশগ্রহণকারী সকল সদস্য, পরিবার ও স্বেচ্ছাসেবকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তারা ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :