হাবিবুর রহমান হাবিব, শাল্লা (সুনামগঞ্জ) থেকেঃ
সুনামগঞ্জের শাল্লা থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৬ কে জি গাঁজা সহ ৩ জন কে গ্রেফতার করেছে। গ্রেফতার কৃতরা হলেন – আটগাঁও ইউনিয়নে দৌলতপুর গ্রামের হেলাল মিয়ার স্ত্রী উজ্জলা বেগম ৩৭, ইসমাইল মিয়ার ছেলে রুক মিয়া ৫৫, একই ইউনিয়নের উজান গাঁও গেরামের মৃত আব্দুল মন্নাছের ছেলে জহিরুল ইসলাম ৩৬।
২৩ জুলাই বুধবার শাল্লা থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম এর সাথে কথা হলে তিনি গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন ২২ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে শাল্লা থানার পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে জহিরুলের বাড়ি থেকে ৪৫ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করে, এর পর তার দেয়া তথ্যের ভিত্তিতে রাতের শেষাংশে উজ্জ্বলার বাড়িতে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা সহ উজ্জ্বলা ও রুক মিয়া গ্রেফতার করা হয়। তিনি আরো বলেন তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :