কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
আগামী ১৬ আগস্ট মৌলভীবাজারের কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন করা হবে। এ উপলক্ষে গত মঙ্গলবার (২৯ জুলাই) বিকাল ৫টায় কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এক বর্ধিত সভা ভানুগাছ বাজারস্থ কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথ। সভায় পবিত্র গীতা থেকে পাঠ করেন পংকজ ভট্টাচার্য্য। সভার শুরুতে সম্প্রতি ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
সভায় আগামী ১৬ আগস্ট কমলগঞ্জ উপজেলা পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্যদিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপনের জন্য সর্বসম্মতিক্রমে উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথকে আহবায়ক, অর্জুন দেবকে যুগ্ম আহবায়ক ও প্রত্যুষ ধরকে সদস্য সচিব করে জন্মাষ্টমী উদযাপন পরিষদ, কমলগঞ্জ উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। তাদের নেতৃত্বে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জন্মাষ্টমী উদযাপনের যাবতীয় কার্যক্রম গ্রহণ করার জন্য সভায় সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব, কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ি পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক লিটন দত্ত, রথযাত্রা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ভূষন রায়, পূজা উদযাপন পরিষদের নেতা ধীরেন্দ্র কুমার ধর, বিকাশ রায়, প্রত্যুষ ধর, কৃষ্ণকুমার সিংহ, অর্জুন দেব, সজল শীল, রনজিত অধিকারী, সমরেন্দু সেনগুপ্ত বুলবুল, শিপ্রাংশু পাল, শিবু দেব, অরুন কুমার পাল, রাজু দত্ত, হিমাংশু রুদ্রপাল, স্বপন কুমার নুনিয়া, প্রতাপ কর, নিতাই পাল প্রমুখ।
সভায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উদ্দীপনায় প্রতি বছরের মতো এবারও কমলগঞ্জ উপজেলায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী এবং শারদীয় দুর্গাপূজা উদ্যাপনের প্রয়োজনীয় প্রস্তুতির জন্য সর্বস্থরের নেতাকর্মীদের পূজা উদ্যাপন পরিষদ এর পক্ষ থেকে আহ্বান জানানো হয়। বিশুদ্ধ পঞ্জিকা অনুযায়ী আগামী ১৬ আগস্ট শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী এবং আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠীর মধ্য দিয়ে এ বছর শারদীয় দুর্গাপূজা শুরু হবে। ২ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে তা শেষ হবে।
আপনার মতামত লিখুন :