নূুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ থেকে॥
চুনারুঘাট থেকে ৬০ কেজি গাঁজাসহ মো. রিয়াদ আলী (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯, সিপিসি-১। গ্রেপ্তারকৃত রিয়াদ আলী উপজেলার হাপ্টার হাওর গ্রামের মৃত সিদ্দিক আলীর ছেলে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের লে. কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার হাপ্টার হাওর গ্রামের আয়েশা সিদ্দিকার বাড়ির সামনে থেকে ৬০ কেজি গাঁজাসহ রিয়াদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে চুনারুঘাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন