স্টাফ রিপোর্টার
হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে মুক্তিযোদ্ধের স্মৃতিসৌধ আঙ্গিনা চিহ্নিত শ্রমিকলীগের সদস্যদের ভিন্ন নামে ( মাইক্রোবাস সমিতির নামে) লিজ দেওয়ার পাঁয়তারায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। বুধবার ( ৯ জুলাই) দুপুরে শ্রমিকলীগের লোকজনকে সাথে নিয়ে ইউএনওর প্রতিনিধি উপজেলা সহকারী প্রকৌশলী জায়গাটি মাপজোক দেওয়ার পর থেকে এ নিয়ে চরম সমালোচনা শুরু হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা শেখ নমীর আলী জানান, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ওই স্থানে নির্মাণ করার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্ত জায়গাটি উপজেলা পরিষদের নিজস্ব মালিকানাধীন হওয়ার কারণে মন্ত্রনালয়ের একজন সচিব এখানে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স করার অনুমতি দেননি। এখন উপজেলা প্রশাসন ওই জায়গা কিভাবে মাইক্রোবাস স্ট্যান্ড দেওয়ার জন্য পাঁয়তারা করে ? মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ আঙ্গিনায় স্ট্যান্ড দেওয়া হলে সৌধের পবিত্রতা বিনষ্ট হবে, আমরা মুক্তিযোদ্ধারা এটা মেনে নেব না।
বানিয়াচং উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জীবন আহমেদ জানান, স্মৃতিসৌধের পবিত্রতা নষ্ট করে শ্রমিকলীগ নামধারীদের ভিন্ন নামে মাইক্রোবাস স্ট্যান্ড করার অনুমতি আইন সঙ্গত নয়, প্রশাসনকে এধরণের বেআইনি পাঁয়তারা বন্ধ করতে হবে, অন্যতায় অনাকাঙ্খিত পরিস্থিতিতির দায়ভার প্রশাসনকেই নিতে হবে।
এ ব্যাপারে জেলা প্রশাসক (ডিসি) ডক্টর ফরিদুর রহমান বলেন, আমি এ বিষয়ে অবগত নই,ইউএনওর সাথে কথা বলে ওয়াকিবহাল হয়ে ব্যবস্থা নেব।
আপনার মতামত লিখুন :