স্টাফ রিপোর্টার।।
বানিয়াচংয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ভূমি মেলা -২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার (২৫ মে) বিকালে বানিয়াচং ভূমি অফিসে ফিতা কেটে ভূমি মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম সাথী।
এর আগে ভূমি অফিস চত্বরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইসমাইল রহমান’র সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হক, খাদ্য কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন, সমাজসেবা অফিসার মোঃ সাইফুল ইসলাম, জনস্বাস্থ্য প্রোকৌশলী মোঃ আলী আজগর, বানিয়াচং প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মখলিছ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তাদির হাসান সেবুল,সাংবাদিক আজিমুল হক স্বপন, সাহিদুর রহমান, শিব্বির আহমেদ আরজু প্রমুখ। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান সহকারী কাম হিসাব রক্ষক মোঃ জাহাঙ্গীর মিয়া, উপজেরা সার্ভেযার মিঞা মোহাম্মদ মহিউদ্দিন, নাজির কাম ক্যাসিয়ার মিশন দাশ, সার্টিফিকেট পেশকার আহমেদ ইমতিয়াজ প্রমুখ। উক্ত মেলা ২৫ মে থেকে চলবে ২৭ মে ২০২৫ পর্যন্ত। ভূমি সংক্রান্ত যেকোন সেবা নিতে মেলা সকল শ্রেণী পেশার মানুষকে মেলায় এসে সেবা গ্রহনের অনুরোধ জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইসমাইল রহমান।
আপনার মতামত লিখুন :