দেশ ও জাতির এই ক্লান্তিলগ্নে জেনারেল ওয়াকার-উজ-জামান নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।


Nazrul Islam প্রকাশের সময় : মে ২২, ২০২৫, ১:০৭ অপরাহ্ন /
দেশ ও জাতির এই ক্লান্তিলগ্নে জেনারেল ওয়াকার-উজ-জামান নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।

 

নজরুল ইসলাম

সারাদেশের ছাত্র সমাজ আজ আর লেখাপড়ায় নেই। শিক্ষার্থীরা লেখাপড়া ব্যতিরেখে নিজেদের রাজনীতিতে সম্পৃক্ত করার দৌড়ে ব্যতিব্যস্ত। তাদের নেতৃত্বে -আগামীর বাংলাদেশ, রাজনীতি তাদের নিয়ন্ত্রণে নিতে চায়। এটা যে কোন দেশের জন্য শুভ লক্ষণ কি না প্রশ্ন দেখা দিয়েছে। বিশ্বে এমন উপমা আর কোথাও আছে কি নাই সন্দেহ।

সারা দেশ জুড়ে একটা উশৃংখল অবস্থায় বিরাজ করছে। যেখানে দেশের স্বার্থের চেয়ে দলীয় স্বার্থ, ব্যক্তি স্বার্থের চেয়ে ক্ষমতা অধিগ্রহণের দ্বন্দ্ব মুখ্য হিসেবে প্রাধান্য পাচ্ছে। আজ বাংলাদেশে যা হচ্ছে তাতে আমরা “আম ছলা, দুইটাই হারাতে যাচ্ছি। তাই মনে করছি, দেশ ও জাতির এই ক্লান্তিলগ্নে সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী শান্তি প্রতিষ্ঠায় বিশ্বপরিমণ্ডলে আজ একটি অতি পরিচিত নাম। #সমরে আমরা #শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে’- এ মূলমন্ত্র ধারণ করে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত হচ্ছে। সামরিক দায়িত্ব পালনের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলাসহ যে কোন অভ্যন্তরীণ সংকট নিরসনে এবং দেশের অবকাঠামোগত উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর অকুতোভয় সদস্যরা সকল ক্ষেত্রে অসামরিক প্রশাসনকে সহযোগিতা করে যাচ্ছে। বাংলাদেশের ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা সহ বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করা এবং সব ধরনের নিরাপত্তা ও প্রতিরক্ষা সহায়তায় বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনীর সাথে প্রয়োজনীয় শক্তি ও জনবল সরবরাহ করার সুনাম রয়েছে বাংলাদেশের সেনাবাহিনীর। দেশের এই রাজনৈতিক ক্লান্তিলগ্নে বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।

পরিশেষে, হিংসা-প্রতিহিংসার বশবর্তী হয়ে, যথাযথ পর্যাপ্ত রাজনৈতিক জ্ঞানের অভাবে কিংবা রাষ্ট্রক্ষমতায় নিজেদের কর্তৃত্ব পাকাপোক্ত করার হীন স্বার্থে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিক্রি করা ইহা দেশপ্রেমের সংজ্ঞার সাথে সাংঘর্ষিক।

ফ্রিল্যান্স জার্নালিস্ট, চিপ এডিটর দা সিলেট পোস্ট ডট কম Thesylhetpost.com