ডিসির স্বাক্ষর জাল : মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মে ২৩, ২০২৫, ৭:৫৫ অপরাহ্ন / ০ Views
ডিসির স্বাক্ষর জাল : মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নের বাদে ভূকশিমইল মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার নির্বাহী কমিটির সদস্য মনোনয়নে জেলা প্রসাশকের স্বাক্ষর জালিয়াতি করার অভিযোগে ওই মাদ্রাসার সাবেক সুপার মাওলানা মো. মাছুম আহমদকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৩ মে) দুপুরে তাকে গ্রেপ্তার করে কুলাউড়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃত শিক্ষক মাছুম আহমদ রাউৎগাঁও ইউনিয়নের চৌধুরীবাজার জিএস কুতুব শাহ দাখিল মাদ্রাসায় কর্মরত। তিনি বাদে ভূকশিমইল গ্রামের শফিকুর রহমানের ছেলে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহ জহুরুল হোসেন।

জানা গেছে, ২০২৩ সালের ২০ নভেম্বর জেলা প্রশাসকের কার্যালয় থেকে জারি হওয়া একটি সরকারি পত্রের তারিখ এডিট করে ১০ নভেম্বর ২০২৪ দেখিয়ে মাদ্রাসা বোর্ডে পাঠানো হয়। ওই পত্রে পূর্বে মনোনীত দুই সদস্যের নাম অপরিবর্তিত রেখে নির্বাহী কমিটি গঠনের চেষ্টা চালানো হয়। লিখিত অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্তে পত্র জালিয়াতির প্রমাণ মিললে জেলা প্রশাসকের নির্দেশে মাওলানা মাছুম আহমদকে গ্রেপ্তার করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহ জহুরুল হোসেন বলেন, তদন্তে জালিয়াতির সত্যতা পাওয়ায় জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে পুলিশ জানিয়েছে মাওলানা মাছুম আহমদকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।