হবিগঞ্জের সাতছড়িতে হনুমান শাবকের মৃত্যু


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মে ২০, ২০২৫, ৮:৩৯ অপরাহ্ন /
হবিগঞ্জের সাতছড়িতে হনুমান শাবকের মৃত্যু
নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ প্রতিনিধি 
হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে সড়কে প্রাণ হারিয়েছে বিপন্ন প্রজাতির হনুমান শাবক। মঙ্গলবার(২০ মে) সকালে উদ্যানের ভেতর দিয়ে চলাচলকারী একটি দ্রুতগামী গাড়ির চাপায় বিপন্ন প্রজাতির হনুমানের বাচ্চাটির মৃত্যু হয়। মর্মান্তিক এই ঘটনায় আহত হন মা হনুমানও, যে বাচ্চাটির মরদেহের পাশে বসে দীর্ঘ সময় নিথর হয়ে ছিল। মা হনুমানটি গুরুতর আহত অবস্থায় মৃত বাচ্চার পাশে বসে ছিল, যা প্রত্যক্ষদর্শীদের মধ্যে গভীর বেদনা ও ক্ষোভের সৃষ্টি করেছে। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা চুনারুঘাট সাতছড়ি জাতীয় উদ্যান চশমাপরা ও মুখপোড়া হনুমানসহ বহু বিপন্ন বন্যপ্রাণীর আবাসস্থল। তবে উদ্যানের অভ্যন্তরে দ্রুতগতির যানবাহনের চলাচল, পর্যটকদের বেপরোয়া প্রবেশ এবং প্রশাসনিক নজরদারির অভাবে এসব বন্যপ্রাণীর জীবন আজ চরম হুমকির মুখে।
বন বিভাগ ও পরিবেশবাদীরা বলছেন, গত কয়েক বছরে এমন একাধিক ঘটনা ঘটেছে, যা প্রমাণ করে জাতীয় উদ্যানের অভ্যন্তরে প্রাণীদের চলাচল নিরাপদ নয়। বিশেষজ্ঞদের মতে, চশমাপরা ও মুখপোড়া হনুমানের মধ্যে শংকরায়নের প্রবণতা বেড়েছে, যা প্রজাতির ভবিষ্যৎ অস্তিত্বের জন্য একটি বড় সংকেত। সাতছড়ি বিট কর্মকর্তা মামুনুর রশীদ জানান, বন এলাকায় যানবাহনের গতিসীমা কঠোরভাবে নিয়ন্ত্রণের জন্য আমরা সাইনবোর্ডসহ সচেতনতামূলক পদক্ষেপ গ্রগহন করেছি কিন্তু এরপরও চালকরা ব্যপরোয়া ।
পরিবেশ আন্দোলন (বাপার) হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “বন্যপ্রাণীর নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যানের ভেতর দিয়ে যানবাহনের গতি সীমা নির্ধারণ এবং প্রয়োজনীয় সাইনবোর্ড স্থাপন জরুরি।” তারা আরও বলেন, “পর্যটকদের সচেতনতা বৃদ্ধি এবং বন্যপ্রাণীর প্রতি সহানুভূতিশীল আচরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এমন করুণ মৃত্যুর ঘটনা আরও একবার প্রমাণ করে, মানুষের অসতর্ক আচরণ এবং উদ্যান ব্যবস্থাপনার দুর্বলতা প্রাকৃতিক প্রাণিজগতের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।